পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

戎8 ত্রিদিববিজয় । অশুর অস্থর দল। পাপস্রোতে ডুবে ইন্দ্রলোক ; হে পিনাকী, ডাকি আবার তোমায়, মিল আঁখি, ন পারি সহিতে। এ অকূলে, রক্ষ দেবকুলে। অবিদ্যা বল, নাশ নিজ বলে, বলী । অবতীর্ণ হ'য়ে ভূমগুলে, রক্ষ আtথগুলে, ধাত, দেবকুল সহ । নাশি পাপস্রোত, বিরূপাক্ষ, ধৰ্ম্ম রক্ষা কর ত্ৰিজগতে । দেখ ডাকে ইন্দ্র, পুত্ৰ তব ; হে বিধাতঃ, মাতৃস্নেহে না পারি সহিতে । হে অজ, হে স্থবির, হে কর্ণহীন, ব্যোমকর্ণ, কর কর্ণপাত,— প্রভু ; কর দয়া, করুণা-নিধান শূলী । কি আর কহিব ।” এইরূপে স্তুতিলেন মহাশক্তিময়ী মায়া । শত প্রতিধ্বনি ধ্বনিল বিমানদেশে, “কর, দয়া কর, করুণানিধান শূলী, কি আর কহিব ।” সে রবের সহ মিশি ধুমময় দেশে, ধ্বনিল বিশাল ঘোর গম্ভীর নিনাদে, প্রলয়ের কালে যথা : আবৰ্ত্তে,আবৰ্ত্তে ঘুরিতে লাগিল বাষ্প, কালানল ভরা ; ভাতিল গগনপটে ভয়াল ত্রিশূল ।