পাতা:কৌত্তক বিলাস.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেীৰ্ত্তক বিলাস। :సి বুলিয়ঃসোল্লগে গালিয়ঃপ্ৰেমরস দিয়ঃ ইহার গড়িব হার ॥ কোন রাম। কমঃ এই দৃষ্ট ধনঃ যদ্যপি মিলনঃ হয় সঙ্গেতে আমার । হৃদয়ে বসায়েঃ প্রেম ভক্তি দিয়েঃ মন্ত উপক্ষিয়েঃ হেরিব মাধুরি তার ৷ নাহি যাব পারেঃ সত্য কহি তোরে যদি দয়া করে রহিনু উছার আশে । চিত্রের পুতলা রমণীর দল আঁখি ছল- অ জলে সবে । ভাসে । এক রাম। কয়ঃ মানব এনয়ঃ হেনমনে হয়ঃ মদন হবে এজন । যার দরশনেঃ মন নীতি মনেঃ বিনে পঞ্চ বাণে আর কি আছে এমন ৷ কোন রাম বলেঃ মদন হইলেঃ অসঙ্গীন বলেঃ এজন নাহয় সার । এইতে নিশ্চয় অসুরের ভয়ঃ হয়ে পরাজয়ঃ আসিয়াছে পুরন্দর। অন্য নারী কয়ঃ ইন্দ্র এই নয়ঃ হেন বোধ হয়ঃ এজন হটবে শশী । রাহুর ভয়েতেঃ আসিয়া মতেjতেঃ বাসর ঘরে হেঃ লুকায়ে রহেছে বসি ৷ অন্য রসবর্তীঃ কহিছে ভার তীঃ নহে নিশাপতীঃ কলঙ্ক বিহীন জন ৷ চঞ্জেতে কলঙ্ক অখ্যাতি শশা সে হলে মৃগাঙ্ক অঙ্ক থাকিত ভষন। হেন জ্ঞান হয়ঃ হরের তনয়, এই রসময় শুন প্রাণ সহ চরি৷ অন্য এক সতী কহিছে ভারতী মিথ্যাতব মতি অন্যায় সহিতে নারি। হৈলে ষড়ানন শুনলে। কারণ ময়ুর ব্যহন অবশ্য থাকিত তার। এই মোর মতি বিরঞ্জি দুৰ্গতি দেখি প্রজাপতি করিবারে প্রতিকার। দেখ কাম কৃরে বিরহিণী মরে বুঝি তার স্তরে দয়।