পাতা:কৌত্তক বিলাস.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tg কৌত্তক বিলাস । উপনীত প্ৰতাপ হজুরে। যাইয়। রাজার দারে। হুজুরে খবর করেঃ আজ্ঞ শেষ হইল যাইবারে। এতেক হকম শুন চলিল আনন্দ মনে চারিজনে রাজার সাক্ষাতে গিয়া তারা দণ্ডবৎ করে করে প্রনিপাতঃ যোড় করে রাজার সাক্ষাতে ॥ বলিছে শুম রাজনঃ যে কারণ আগ মন কহি শুন তার বিবরণ। এতবলি পূর্বউকা করিল সকল ব্যক্ত শুনি ভূপ হাসে মনে মন ॥আর কহে স্কুলে শীলেঃ তোমারে প্রধান মিলেঃ আসিয়াছি তাই আশ। করি। যদি রাখ দয়াকরে তৰেতো দুৰ্গতি হরে। নইলে হইব দণ্ডধারি। স্তব করি বহুতরঃ ৰলে দেও আশাবর আশয় পাইলে তবে বসি । শুনি রাজা সত্য করেঃ কহে রহমম পুরে আনন্দে থাকহ অহৰ্নিশি ॥ পরে সেই চারিজন করযোড়ে নিবেদন করি ভাষে তোষে নৃপ বরে। বলেতুমি দয়াময়ঃ মিরাশে দিলে আশুয়ঃ মন্ত্রী পাছে বিপরীত করে ৷ শুনি রাজা ক্রোধে কয়ঃ এনাছি णडव इङ्गम् দাসত্তে প্ৰভু আজ্ঞ লোপ। তোমরা সন্তোষ মনেঃ থাক মম নিকেতনে ত্যাগকর মনোগত ক্ষোভ ৷ কহিতেই কথা যোগেন্দ্র যাইল তথা গিয়া দেখে মার চারিজন। শেষে পরিচয় নিয়েঃ মনে মনে ক্রুদ্ধহয়ে। ভূপতিরে করেন ভংসন ॥ যোগেন্দ্র ক্রোধেতে কয় এ তৰ উচিত নয়। শুন ওহে রাজার তনয়। শত্র সঙ্গে রঙ্গে বাস কিছুকালে সৰ্ব্বনাশ দরকার দেয়তো সভায় ॥