পাতা:কৌত্তক বিলাস.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t\} কৌত্তক বিলাস। আমারে কেন হেন ব্যবহার ॥ নাছিল রাজত্ব যবে নাহি ছিল ধন । সেকালে আমার বশ আছিল রাজন৷ নিশ্চয় বুৰিল মন্ত্রী দৈবদোষ ধরে। নহিলে এমন বুদ্ধি কেব। লোপকরে। এতবলি ক্রোধে মন্ত্রী কহে দ্বারপালে। কহি বে আমার কথা অবোধ ভূপালে৷ বিপদে বিষমঘোরে যে করিল পার । তাঙ্কাকে আসিতে মানা করিলে এবার পুনরাজ্যভষ্ট হবে রবে কারাগারে । সেকালে অবশ্য রাজা ঋরিবে আমারে। আমাহইতে হৈলে রাজা পুন ত্যজ তুমি । তৰ সম কত রাজা করে লব আমি। এই কথা কহ গিয়া রাজার গোচরে । এতবলি চলে মন্ত্রী আপনার পুরে। ঐশ্যাম কহিছে রাজা অবোধের প্রায় । ফেলিলে হরিণে ফান্দে আর কোথা যায় । প্রতাপরুদ্রের বন্ধন দশা । ত্রিপদী। নিজ গৃহে মন্ত্রী যায়ঃ মনেই বলে হায়ঃ ঘো রদায় ঘটিল রাজায় । একি বুদ্ধি বিপরীত রিপুসনে হৈল মিতঃ অনুচিত দৈবেতে ঘটায়। রাজার কি দিব দোষী সকল গুহের বশ মৃত্যুকালে বুদ্ধি লোপ পায় । ডাকছিল মহাজ্ঞানি জগতে যাহার বাণী ৰেদের সমান লোকে গায়। তাহার মরণ কালে বিপরীত গুহজালে ঘটে বুদ্ধি না রহিল তার। সেইৰূপ গৃহতরে বুদ্ধি লোপ নৃপবরে নহে কেন হেন ব্যবহার কম গতি পাবে ফল হাসিবে রিপুসকল অবশ্য বন্ধন করি লবে। শেষে হব