পাতা:কৌত্তক বিলাস.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬০ কেীৰ্ত্তক বিলাস । তে। কখন আর নাহবে উপায় ৷ আনিলে উদ্ধার করি অবোধ রাজারে। ঘুষিবে আমার যশ সকল সংসারে । সঙ্গে চলে সাত ভিঙ্গ মুকুতা প্রবল। মণি চুনি মেনহর পান্না আর লাল ৷ একই ডিঙ্গা সহ দশ মহাজন । সেপ৷ ই শতেক রহে যেমম শমন। এক২ তরিতে কামান দ্বাদশ । জাহাজ ভরিয়া রাখে বারুদ বাকস । দামামা দগড়া কাড়া মাগরা নিশান । সকল ডিঙ্গায় রহে প্রত্যে ক সমান । সকলোর এই কথা কহে মন্ত্রিবর। আমার হুকুম সবে শুন নিরস্তর। যাইয়া বর্গির দেশে দামামা বাজবে সদাগরী করি মোরা জিজ্ঞাসিলে কবে ৷ এসে ছি বাণিজ্য আশে দিবে পরিচয় আসিবে অনেক লেক খরিদ আশয় । যে২ বস্তু যেই দরে জান আছে কেন । কহিবে তাহার দর দরে অষ্টগুণা ; কেহ যেন কোন কিছু লইতে না পারে। আসিবে ব্যাপারি কত শত যাবে ফিরে । তোমরা সকলে এই বাক্য মাত্র কবে এসকল বস্তুর মূল্য অন্য কে জানিবে। যদ্যপি থাকিভ হে প্রতাপরুদ্র রায়। তবেতো চিনিত দ্রব্য নহিলে ত্র থায়। এই গজমতি কিম্ব এই লাল চুনি। দৃষ্টিমাত্র দর এর কহিত এখনি ৷ এই ৰূপ ঘোষণা করিবে সৰ্ব্ব জন। যদবধি পুন মম না হয় গমন। কহিতেই কথা যাইল তথায় । ডঙ্কাকরি সমাচার সহরে জানায় । আইল ব্যাপারি কত খরিদের তরে। বনিত নাহয় দরে