পাতা:কৌত্তক বিলাস.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ཤྲs কেীত্তক বিলাস । পাত্র মাত্র আছে । যদি চাহে অধিকারীঃ "পাত্র ধোয়া দিতে পারিঃ মধু বধু রাখিয়া না গেছে। শুনি দূত হাস্য মুখে যায় রাজার সন্মুখে রায় বলে বলারুকারণ পরে চর সেই কথাঃ প্রকাশ করিল তথাঃ বেহানীর যে ৰূপ বচন শুনিয়া হাস্যের রোলঃ সভা মাঝে হয় গোল অপ্রস্তুত হয়েন রাজন। একি বুদ্ধি সুপ্রখরঃ ছড়ি যগ্য বটে সরাঃ আর শ্যাম না কহে বচন । রাজার বোপু ও কন্যার কেত্তিক । পয়ার । একদিন মহারাজা করেন ভোজন । আপনি করিছে রাণী পরির বেশন ৷ পাশ্ব গৃহে রাজার কুমারী অন্ন খায়। রাজ পুত্ৰ বধু তারে আস্থার যোগায় শ্বশুর আহার করে ঘরে জানি মনে। রহস্য করছে রাম ননদীর সনে ॥ ঠাকুরবী ভাত আর চাহি কি তো মার। অকুলান থামে যদি লঙ্গ তবে অর। শুনিয়। তাহার ব্যঙ্গ রাজার নন্দিনী। জয়দ হাসিয়া তারে কহি তেছে বাণী। রাখি নিজ ভাত আর বাড়। যদি থাকে শঙ্কেত ‘করিয়া দেয়।এ অামাকে ৷ সমোচিত বিচিত উত্তর ধনী পেয়ে । লাজেতে মলিন মুখ রহে হেট সেয়ে আপনার কর্ণে রাজ শুনি প্রত্যুভর। সন্তুষ্ট হইল নৃপ কন্যর উপর। অভরণ মণিময় তালুক খেরাজ ৷ দন পত্র লিখি তারে দিল মহারাজ ৷ কন্যার এমন কথা নাতিন কেমন । জানিবারে ভূপতির হইল মনন ।