পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . " --- कृऊँौग्न थ७-नलुभ श्रृंब्रिटव्हन ১২ত চৌধুরী। কে দেবী চৌধুরী, তাহার ঠিকান না হওয়ায়, আমি তোমাকে ডাকিয়াছি। কে দেবী ?” - vo . . . হরবল্লভ বড় প্রমাদে পড়িলেন। উদ্ধ চতুর্দশ পুরুষের ভিতর কখনও দেবীকে দেখেন নাই। কি করেন, ভাবিয়া চিন্তিয়া নিশিকে দেখাইয়া দিলেন। নিশি খিল্‌ খিল করিয়া হাসিয়া উঠিল। অপ্রতিভ হইয়া, ভুল হইয়াছে বলিয়া হরবল্লভ দিবাকে দেখাইলেন। দিবা লহর তুলিয়া হাসিল। বিষণ্ণ মনে হরবল্লভ আবার নিশিকে দেখাইল । সাহেব তখন গরম হইয়া উঠিয়, হরবল্লভকে বলিলেন, “টােম্বভূজাট—শূওর ! তো পছাটে নেহি ?” তখন দিবা বলিল, “সাহেব, রাগ করবেন না। উনি চেনেন না। উহার ছেলে চেনে। উহার ছেলে বজরার ছাদে বসিয়া আছে, তাহাকে আমুন—সে চিনিবে ।” হরবল্লভ আকাশ হইতে পড়িল, বলিল, “আমার ছেলে ?” দিবা। এইরূপ শুনি । * হর। ব্রজেশ্বর ? দিবা । তিনিই । হর। কোথা ? দিবা । ছাদে । হর । ব্রজ এখানে কেন ? দিবা । তিনি বলিবেন । সাহেব হুকুম দিলেন, “র্তাহাকে আন।” wo দিবা রঙ্গরাজকে ইঙ্গিত করিল। তখন রঙ্গরাজ ছাদে গিয়া ব্ৰজেশ্বরকে বলিল, “চল, দিবা ঠাকুরাশীর হুকুম।” ব্ৰজেশ্বর নামিয়া কামরার ভিতর আসিল । দেবীর হুকুম আগেই প্রচার হইয়াছিল, দিবার হুকুম পাইলেই ব্রজেশ্বর ছাদ হইতে নামিবে। এমনই দেবীর বন্দোবস্ত। সাহেব ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করিল, “তুমি দেবী চৌধুরাণীকে চেন "ি | ব্রজ। চিনি। সাহেব । এখানে দেবী আছে ? ব্রজ। না। সাহেব তখন রাগন্ধি হইয়া বলিলেন, “সে কি, ইহার হুই জনের এক জনও দেবী চৌধুরাণী নয়?”