পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

প্রভাত-সঙ্গীত


আহ্বান-সঙ্গীত



ওরে তুই জগৎ-ফুলের কীট,
জগৎ যে তোর শুকায়ে আসিল,
মাটিতে পড়িল খসে,
সারা দিন রাত গুমরি গুমরি
কেবলি আছিস্‌ বসে।
মড়কের কণা, নিজ হাতে তুই
রচিলি নিজের কারা,
আপনার জালে জড়ায়ে পড়িয়া
আপনি হইলি হারা।
অবশেষে কারে অভিশাপ দিস্‌
হা-হুতাশ করে সারা,
কোণে বসে শুধু ফেলিস্‌ নিশাস,
ঢালিস্‌ বিষের ধারা।