বিষয়বস্তুতে চলুন

পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুগভীর কলধ্বনিময় এ বিশ্বের রহস্য তাকল, মাঝে তুমি শতদল ফুটেছিলে ঢলঢল, তীরে আমি দাড়াইয়া সৌরভে আকুল । পবিপুর্ণ পূর্ণিমার মাঝে উদ্ধমুখে চকোর যেমন তাকাশের ধারে যায়, চিড়িয়া দেখিতে চায় অগাধ স্বপন-ছা ওয়া জোৎস্না-আবরণ ; তেমনি সভয়ে প্রাণ মোর তুলিতে যাইত কতবার একান্ত নিকটে গিয়ে সমস্ত হৃদয় দিয়ে”— মধুর রহস্যময় সৌন্দৰ্য্য তোমার । হৃদয়ের কাছাকাছি সেই প্রেমের প্রথম আনাগোনা, সেই হাতে হাতে ঠেকা, সেই আধ’ চোখে দেখা চুপি চুপি প্রাণের প্রথম জানাশোনা ; ૨૭૪