পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ২৪৭ করিতে সক্ষম না হন ইহাতে যৎপরোনাস্তি আহলাদিত হইলাম যেহেতুক তন্নিয়মে আমরা যে যাতনা ভোগ করিতেছি তাহার কিঞ্চিৎ লিখিয়া জানাইতেছি আমার পিতা স্বকৃতভক্ষ ছিলেন এবং বাল্যকালাবধি প্রায় চল্লিশ সংসার করিয়! থাকিবেন তাহার নিজের বাসগৃহ থাকে নাই মাতামহ গৃহে জন্ম হইয়াছিল পরে শ্বশুরের ভবনে ও পথপৰ্য্যটনে কাল গত হইয়াছে কোন শ্বশুর গৃহে চারি পাচ বৎসর পরে দুই তিন দিনের নিমিত্ত যাইতেন কোন স্থানে বা দশ বৎসরের মধ্যে এক বার গমনেও মহাত্যক্ত হইতেন আমার মাতামহ গুহহইতে পিতার জন্মভূমি প্রায় দুই শত ক্রোশ অস্তরে হইবেক স্বতরাং এদেশে যেরূপ শীঘ্র২ আসিতেন তাহ কোন জন না জানিতে পারিবেন আমার মাতামহ তাহাকে দেশহক্টতে BBBS BBB BBB BBB BBB BBB BB BB BBBBBBBB BBB BBBBB শুনি যে তাহার পর এদেশে একবার আগমন করিবাতে মাতার ও দুই মাতৃস্বসার এক২ BBS BBBBBB BBBB BBB BB BB BBBBBBB BB BB B BBBBB BB BBBS বিমাতা পুত্র কোন তত্ত্ব করিতেন না কিন্তু যখন র্তাহারদের মনে এমত শঙ্কা হইল যে BBBBBB BBBS BB BB BBBBBB BBB BB BBB BB BB BB BBBB বিমাত পুত্ৰ অন্য পক্ষের দুষ্ট মাতুল এবং পিতা জ্যেষ্ঠভাতের তুল্যবয়স্ক এক পাত্রসহিত গ্রামে আসিয়া গোপনে রহিলেন এবং পর দিবস প্রায় সন্ধ্যাকালে আমারদিগের মাতার গোপনে ও অামারদের অসম্মতিতে লক্টয়া গিয়া সেক্ট পাত্রসহিত একেবারে একরান্ত্রে বিবাহ দিলেন সেই অবধি প্রায় পঞ্চাশ বৎসর বয়ঃক্রম হইল পতির সহিত দর্শন নাই বৰ্ত্তমান আছেন কি না তাঙ্গ ও জ্ঞাত নহি কেবল মাতুলের ভবনে কখন পাচিক কথন বা দাসীরূপে কালযাপন করিতেছি নূতন নিয়মে আমারদের কি হইতে পারে যাহা অদৃষ্টে ছিল তাহা হইয়াছে কিন্তু আমারদের হর্ষের বিষয় এই যে তদ্বারা আমারদের তুল্য দুঃখিনী আর কেহ হইবেক না নিবেদন মিতি । শ্ৰীমতী অমুকী দেবী –সং কেীং । ( ৫ নবেম্বর ১৮৩১ । ২১ কান্তিক ১২৩৮ ) কস্যচিৎ "চেতে পরগনানিবাসিনঃ বিপ্রসন্তানস্ত” ইতিস্বাক্ষরিত এক পত্র আমরা গত সপ্তাহে প্রকাশ করিয়াছি । ... চেতো পরগনানিবাসি বিপ্রসন্তান লিখিয়াছেন যে ইঙ্গরেজী বিদ্যা শিক্ষাকরণাশয়ে তিনি স্বদেশ পরিত্যাগপূৰ্ব্বক কলিকাতায় উপনীত হইয়া হুযোগক্রমে এতন্নগরস্থ কোন প্রধান ব্যক্তির ভবনে বাসা করিলেন দিবা অবসানে যখন ঐ বিপ্রসন্তান সায়ং সন্ধ্যা করিয়া বসিয়াছিলেন তখন প্রথমতঃ বাটীর বৃদ্ধকৰ্ত্তা তৎপরে র্তাহার জ্যেষ্ঠ ও মধ্যম পুল্ল ও পরেও র্তাহার কনিষ্ঠ পুত্ৰ ইহঁারা একে২ তাবতেই বাটীহইতে বহির্গমন করিলেন তৎপরে তদ্বাটীর দুই জন দৌবারিক ও অন্য কোন২ চাকর অন্দর মহলে প্রবেশ করিয়া নিশাবসান করিল যাবৎ কৰ্ত্ত ও র্তাহার পুত্রেরা বাহিরে যামিনী যাপন করিয়া প্রাতঃকালে গৃহে প্রত্যাগমন করিলেন এইস্থলে বিশেষ ব্যাখ্যার প্রয়োজনাভাব ।