পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:e e বিভূতি-রচনাবলী হঠাৎ ধরাপড়া চোরের মত খতমত খাইয়া মাখা চুলকাইতে চুলকাইতে গোপালবাৰু খলিলেন —“আসার ইচ্ছে ছিল না, কি করি, কি করি—মেয়েরা—ওদের জানা—ইয়ে-লাহেবের লেকচার কেমন হল ? লোকজন হয়নি?” —“কি করে হবে ? আপনারা সবাই এখানে। লোক কে যাবে ?” —“সায়েব কোথায় ? চলে গেলেন ?” —“এই যে—” রায় বাহাদুরের পিছনেই দাড়াইয়া স্বয়ং আইনস্টাইন। 4 শ্ৰীগোপালবাৰু শশব্যস্তে উঠিয়া আইনস্টাইনের হাত ধরিয়া খাতির করিয়া নিজের চেয়ারে বলাইলেন। একটি খবরের কাগজের কাটিং রাখিয়াছিলাম। এটি সেখানে জানাইয়া দেওয়া গেল— এখানে আলুর দর ক্রমেই বাড়িয়া চলিয়াছে। ধানের দর কিছু কমের দিকে। ম্যালেরিয়া কিছু কিছু দেখা দিয়াছে। স্থানীয় হযোগ্য সাবডিভিশনাল অফিসার মহোদয়ের চেষ্টায় স্বাস্থ্যবিভাগের কর্মচারীদের দৃষ্টি এদিকে আকৃষ্ট হইয়াছে। গত সপ্তাহে স্থানীয় বাণী সিনেমা গৃহে স্বপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী শুভাগমন করেন। নৃত্যকলা-নৈপুণ্যে ও কিন্নরকণ্ঠের সংগীতে তিনি সকলের মনোহরণ করিয়াছেন। বিশেষত ‘কালে বাদুড় নৃত্যে তিনি যে উচ্চাঙ্গের শিল্প-সংগতি প্রদর্শন করিয়াছেন, রানাঘাটৰাসীগণ তাহা কোনদিন ভুলিবে না। এই উপলক্ষে উক্ত সিনেমা গৃহে অভূতপূর্ব জনসমাগম হইয়াছিল—সেও একটি দেখিবার মত জিনিস হইয়াছিল বটে। লোকজনের ভিড়ে মেয়েদের ব্যালকনির নীচে বরগা দুমড়াইয়া গিয়াছিল। ঠিক সময়ে ধরা পড়াতে একটি দুর্ঘটনার হাত হইতে সকলে বাচিয়া গিয়াছেন । বিখ্যাত জার্মান বৈজ্ঞানিক আইনস্টাইন গতকলা দাৰ্জিলিং যাইবার পূথে এখানে মিউনিসিপ্যাল হলে বক্তৃতা দিতে নামিয়াছিলেন। র্তাহাকেও সেদিন বাণী সিনেমা গৃহে ইন্দুবালার নৃত্যের সময় উপস্থিত থাকিতে দেখা গিয়াছিল।