পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদপত্রে সেকালের কথা কলিকাতা স্কুল-বুক সোসাইটি ( ১১ জুলাই ১৮১৮ । ২৮ আষাঢ় ১২২৫ ) পাঠশালার পুস্তকাদি প্রস্তুত কারণ সম্প্রদায় –গত শনিবারে এই সম্প্রদায়ের এক স্থানে সকলে একত্র হইলেন ও অনেক ভাগ্যবন্ত ইংগ্রওঁীয় ও হিন্দু ও মুসলমান আসিয়া গত বৎসরে এই সম্প্রদায়েরা কিই কাৰ্য্য করিলেন এবং কত টাকা আয় ও কি২ বিষয়ে কত টাকা ব্যয় তাহ শুনিলেন ভtহাতে জানা গেল যে গত বৎসরে সতের হাজার টাকা আয় ও পাচ হাজার টাকা ব্যয় বারে হাজার মজুত এ নিবন্ধ করা অত্যাবশ্বক। সম্প্রদায়েরদিগের কর্ম এই পাঠশালার কারণ উপযুক্ত পুস্তকাদি প্রস্তুত করা এবং নানা দেশীয় বিস্তাবিষয়ক পুস্তকাদি এতদেশীয় ভাষাতে ও অক্ষরে প্রস্তুত করা। ইহাতে এতদেশীয় ক্ষুদ্র লোকের জ্ঞান যেমত অস্তমিত আছে তাহাতে এমত ভরসা হয় যে এই নিবন্ধ ও অন্য২ নিবন্ধ দ্বারা সে জ্ঞানোদয় হইবে । গত বৎসরে এ বিষয়ে অনেক ভাগ্যবান ইংগ্রওঁীয় ও হিন্দু ও মুসলমানের সম্মত হইয় অনেক টাকা দিয়াছেন। ( ২১ অক্টোবর ১৮২০ । ৬ কাৰ্ত্তিক ১২২৭ ) স্কুলবুক সোসটি —১১ আকটোবর বুধবারে কলিকাতার স্কুলবুক সোসটির তৃতীয় বৎসরীয় মিসিল হইয়াছে এবং ঐ সোসায়টা অতি সুন্দরব্রুপ চলিতেছে। ঐ সোসয়িটর অস্তঃপাতি লোকেরা নূতন২ প্রকার পুস্তক প্রস্তুত করেন ও বাঙ্গালা পাঠশালাতে বিতরণ করেন। তাহাতে লক্ষ্মণেীয়ের নবাব সাহেব কোম্পানির উকীল সাহেব দ্বারা স্কুলবুক সোসমিটার ব্যয়ের কারণ এক হাজার টাকা কলিকাতা পাঠাইয়া দিয়াছেন। শ্ৰীযুত মস্তুেগু সাহেব ও শ্ৰীযুত তারিণীচরণ মিত্ৰজার কথা ক্রমে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের পুত্ৰ শ্ৰীযুত রামজয় তর্কালঙ্কার ঐ সোসটির কোমিটাতে আপন পিতার ভার পাইয়াছেন এবং শ্ৰীযুত বাবু উমানন্দ ঠাকুরও ঐ সোসটির অস্তঃপাতী হইয়াছেন এবং মৌলবী করীম হোসেন শ্ৰীযুত লেপ্তেনন্ত ব্রাইস সাহেব ও কাজী আবদুল হমীদের কথা ক্রমে পুনৰ্ব্বার ঐ সোসটির অন্তঃপাতী হইয়াছেন।