পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সনংবাদ পত্রে মেনকালেল কথা سواني ( ২৩ ডিসেম্বর ১৮২০ । ১০ পৌষ ১২২৭ ) নূতন কলেজ —শ্ৰীযুত লর্ড বিশপ সাহেব মোং কলিকাতার পশ্চিম পারে কোম্পানির বাগানের নিকটে এক কলেজ বসাইবেন তাহার কারণ ১৫ দিসেম্বর শুক্রবারে সেখানে অনেক ভাগ্যবান লোক ও ঐযুত জে টু দ্বার্ট সাহেব ও ত্রযুত জে আদমূল সাহেব ও প্রযুত মেজর জেনেরাল হার্দবিক সাহেব ও শ্ৰীযুত অডনী সাহেব ও তাহার পত্নী ও আর২ ভাগ্যবান সাহেবেরদের বিবি লোক ও কলিকাতার অনেক উপদেশক সাহেব এই সকল লোক একত্র হইয়াছিলেন তৎকালে শ্রযুত লৰ্ড বিশপ সাহেব যে২ লোক এই কলেজের অন্তঃপাতী হইবেন তাহারদের কারণ শ্ৰীশ্ৰীy স্থানে প্রার্থনা করিলেন। পরে এক পিত্তলের পত্রে সন ও তারিখ ও রাজ্যের নাম ও আর ২ বিষয় সকল খুদিয়া এক প্রস্তরের নীচে প্রথম ইষ্টক পুতিলেন। می۔ R { ১০ ডিসেম্বর ১৮২৫ । ২৬ আগ্রহণয়ণ ১২৩২ } বিসোপ সাহেবের কালেজ ॥—শ্ৰীশ্ৰীযুত লর্ড বিসোপ সাহেবের কলেজের কতক ইমারহ বাকী আছে তাহাতে গত রবিবারে শ্ৰীশ্ৰীযুত লার্ড বিসোপ সাহেব কলিকাতার প্রধান গ্রিজাঘরে গ্রিজ করিয়া শ্রোতারদের সাক্ষাৎ ঐ কলেজের অপ্রতুল প্রকাশ করিলেন তাহাতে তৎক্ষণাৎ সেই স্থানে চারি সংস্র মুদ্র সহি হইল । শিক্ষাবিস্তারে বাঙালীর দান ( ১ এপ্রিল ১৮২৬ । ২০ চৈত্র ১২৩২ ) আমরা আহলাদপূৰ্ব্বক প্রকাশ করিতেছি যে শ্ৰীযুত বাবু গুরুপ্রসাদ বস্থজ মহাশয় বিদ্যা বিষয়ে দশ সহস্র টাকা প্রদান করিয়াছেন এবং ইহার পরিবৰ্ত্তে রাজপ্রসাদে পারিতোষিকপ্রাপ্ত হইয়াছেন । সং কোং ( ২৭ মে ১৮২৬ । ১৫ জ্যৈষ্ঠ ১২৩৩ ) দান –গত বৃতষ্পতিবারের গবর্ণমেণ্ট গেজেটদ্বারা মহারাজ মুখময়ের পুলদ্বয় প্রযুত রাজ। শিবচন্দ্র রায় বাহাদুর ও শ্ৰীযুত রাজা নৃসিংহচন্দ্র রায় বাহাদুর উভয়ে বিদ্যাসম্পৰ্কীয় সম্প্রদায়ে ও লোকেরদের উপকারার্থে যে২ সম্প্রদায় হইয়াছে সেই সকল সম্প্রদায়ে বিতরণ করিবার নিমিত্ত শ্ৰীশ্ৰীযুত বড় সাহেবকে এক লক্ষ চারি হাজার টাকা দান করিয়াছেন। আমরা শুনিতেছি যে কলিকাতাহইতে কাশীপৰ্য্যন্ত স্থলপথে আড্ডায়২ যেমন এক২ ঘর হইয়াছে তদ্রুপ কাশী অবধি কানপুরপর্য্যন্ত আড্ডায়২ এক২ ঘর ঐ টাকাতে হইবেক ।