পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ おN? ( ১৬ মার্চ ১৮২২ । ৪ চৈত্র ১২২৮ ) চতুষ্পাট ॥—মোকাম কলিকাতার হাতিবাগানে শ্ৰীযুত হরচন্দ্র তর্কভূষণ চতুস্পাটী করিয়া গত ২৮ ফালগুণ রবিবারে ন্যায়শাস্ত্র অধ্যাপনারম্ভ করিয়াছেন তাহার সম্পন্নকৰ্ত্তা শ্ৰীযুত মহারাজ গোপীমোহন দেব তাবদ্বিষয়ের আমুকূল্য করিতেছেন ঐ দিবস তাবৎ স্বদলস্থ অধ্যাপকেরদিগের নিমন্ত্রণ হইয়া ঐ চতুষ্পাটীতে সকলে আগমনপূৰ্ব্বক উত্তমরূপ আহারাদি করিলে পরে নানাশাস্ত্রের বিচার হইল তাহাতে ঐ তর্কভূষণ উপযুক্তমত সদুত্তর করিলেন ইহাতে সকলে সস্তুষ্ট হইয়া সাধুবাদ করিলেন পরে অধ্যাপকেরদিগের উপযুক্তমত বিদায় দিয়া শিষ্টাচারে বিদায় করিলেন । ( ৩ জানুয়ারি ১৮২৪ । s. পৌষ ১২৩০ ) সভা —১৪ পৌষ রবিবার বৈকালে শু্যামবাজারে শ্ৰীযুত বাবু গুরুপ্রসাদ বমুজর বাটীতে বেদাধ্যাপনা নিমিত্ত এক সভা হইয়াছিল ঐ সভায় কলিকাতাস্থ অনেক পণ্ডিত ও ধনি গুণি বিশিষ্ট লোক গিয়াছিলেন এ দেশে বেদের চতুষ্পাঠী করা সকলের মত হুইল এবং অনেকে তাহার ব্যয়োপযুক্ত ধন দান করিয়াছেন... । ( ২৭ ফেব্রুয়ারি ১৮৩০ । ১৭ ফাঞ্জন ১২৩৬ ) পরমাৰ্থচর্চালয়।—আমরা শুনিলাম খড়দহ নিবাসি শ্ৰীযুত কিশোরীমোহন গোস্বামী এক চতুষ্পাঠী স্থাপনা করিবেন তাহার নাম পরমাৰ্থচর্চালয় স্থির করিয়াছেন সেই আলয়ে বেদ পুরাণোপপুরাণ তন্ত্র ও গোস্বামিরদিগের সংগৃহীত হরিভক্তি বিলাসাদি গ্রন্থ অধ্যয়ন হইবেক উক্ত শাস্ত্রের পণ্ডিতদিগের মাসিক পারিতোষিক এবং ছাত্রদিগের আহারাদি গোস্বামী নিজহইতে দিবেন শুনা গেল পঞ্চবিংশতি জন ছাত্রের নুনি থাকিবেক না পণ্ডিতের এবং ছাত্রেরদিগের গ্রাসাচ্ছাদনদানে প্রতিমাসে দুই শত টাকা ব্যয় হইবেক ইহার নূ্যন কোন মতেই হইতে পারিবেক না বরঞ্চ অধিক বোধ হয় যাহা হউক এসম্বাদে আমরা চমৎকৃত হইলাম যেহেতু গোস্বামিজীউর ভিক্ষোপজীবিকা কি প্রকারে এই বৃহদ্ব্যাপারে প্রবৃত্ত হইয়াছেন বলিতে পারি না মনে করি ধনি শিষ্যাদি দ্বারা ইহার উপায়ান্তর স্থির করিয়া থাকিবেন যাহা হউক এই উত্তম কৰ্ম্মে তেহ প্রবৃত্ত হইয়াছেন ইহা নির্বিঘ্নে চিরস্থায়ি থাকুক এজন্য আমরা পরমেশ্বরের নিকট প্রার্থনা করি এই শুভসম্বাদ শ্রবণে শিষ্টমাত্রেই সন্তুষ্ট হইবেন । সং চং ( ১৩ মার্চ ১৮৩০ । ১ চৈত্র ১২৩৬ ) -- হরিনাভিনিবাসি শ্ৰীযুত রামগোপাল ন্যায়ালঙ্কার ভট্টাচাৰ্য্য খ্যাত অধ্যাপক এই মহানগর কলিকাতার আড়পুলিতে চতুষ্পাঠী করিয়া বহু দিবসাবধি অধ্যাপনা করিতেছেন• • •