পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিৰিখ e۹ م অনেক শুষ্ক হইয়াছে। ষাট বৎসর হইল চেষট্ৰী বন্দুকের দুই জাহাজ চন্দননগর পর্য্যস্ত গিয়াছিল এবং বিশ বন্দুকের এক জাহাজ মোং হুগলীপৰ্য্যস্ত গিয়াছিল এখন স্থানেই এমত চড়া পড়িয়া শুষ্ক হইয়াছে যে কোনো প্রকারে কোনে সময়ে বড় জাহাজ সে মত চলিতে পারে না। এই সকল চড়া পড়িবার কারণ এই যে বর্ষ। গত হইলে মৎস্যধারকের স্থানে২ বঁাশ পোতে ও তাহার নিকটে মৃত্তিকা আটক হয় পরে বঁাশ তুলিয়া লইলেও সেই মৃত্তিকাতে ক্রমে মৃত্তিকা আটক হইয়া বড় চড় হয় । এবং ভাগ্যবান লোকেরা স্থানে২ ঘাট বন্ধন করেন তাহাতে মৃত্তিকা জমা হইয়া চড়া পড়ে এই২ কারণে ভাগীরথীর ও মাথা ভাঙ্গ প্রভৃতির জল চৈত্র বৈশাখ মাসে এমন শুষ্ক হয় যে তাহাতে নৌকা গমনের পথও থাকে না ইহার উপায় কারণ পূৰ্ব্বে করনল কৌলবুরুক সাহেব শ্ৰীশ্ৰীযুত গবরনর জেনেরাল বাহাদূরের নিকটে দরখাস্ত করিয়াছিলেন যে একটা লৌহযন্ত্র নৌকাতে রসী বান্ধিয় জলের মধ্যে ফেলিয়া আকর্ষণ করিলে চড়া ভাঙ্গিয়া যায়। কিন্তু তাহার কিছুষ্ট হয় নাই । এই ক্ষণে এই উপায় আছে যে এখন ঘাট বান্ধিতে হইলে জলের মধ্যে কেহ না বান্ধেন এবং জালিয়ারাও জলের মধ্যে বাস না পোতে ইহা হইলেও যে আছে সে বজায় থাকে এই সমাচার ইংগ্রগুীয় নিউষপেপরে ছাপা গিয়াছে। { ১৩ সেপ্টেম্বর ১৮২৮ । ৩০ ভান্দ্র ১২৩৫ ) পাড় ভগ্ন —সংপ্রতি কোন মান্ত লোকের পত্রদ্বারা অবগত হওয়া গেল যে মোং শান্তিপুরের গঙ্গার পাড় যাহা প্রতি বৎসর ভাঙ্গিয় থাকে তাহ এ বৎসরও পুনরায় বর্তমান মাসের প্রথমে ভাঙ্গিয়া থানা ঘরাদি একেবারে কোথা গিয়াছে যে তাহার কিছুমাত্র চিহ্ন নাই । অপর শ্রুত হওয়া গেল যে ১৩ ভান্দ্র তারিখের বৈকালে গঞ্জ অবধি হাটখোলার বাজারপৰ্য্যস্ত ভাগীরথীর পাড় ভাঙ্গিয়া লোকেরদের বাগান ও বাট এবং বৃহৎ২ বৃক্ষপ্রভৃতি যাহা অনেক কালের ছিল তাহা জলে ভাসিয়া এক কালে কোথায় গিয়াছে তাহার কিছুমাত্র নিরূপণ নাই এক্ষণে ঐ সকল স্থান কেবল জলময় হইয়াছে কিন্তু এই প্রকার যদ্যপি রাত্রিকালে আরো ভগ্ন হয় তবে অনুমান হয় যে তত্রস্থ লোকেরদিগের প্রাণ সংস্থানের বিষম স্কুল হইবেক । তিং নাং ( ৩ মার্চ ১৮২১ । ২১ ফাত্তন ১২২৭ ) বেগম সমরু —উজ্জয়নীহইতে দিল্লীর সমাচার আসিয়াছে যে বেগম সমরু খ্ৰীযুত নবাব নসীরদ্দৌলাকে স্তর ডেবিড অক্টরলোনীকে ] বিবাহ করিবেন এমত স্থির করিয়াছেন। তাহাতে শ্ৰীশ্ৰীযুত দিল্লীর বাদশাহ আজ্ঞা করিয়াছেন ষে এই উভয় জনের পুত্র জন্সিলে তাহাকে পাচ হাজার ঘোড়সওয়ারের উপরে আমীর করিব । ( ৭ জুলাই ১৮২১ । ২৫ আষাঢ় ১২২৮ ) বেগম সমরূ ॥—উত্তরের আখবারদ্বারা সমাচার জানা গেল ষে মোকাম সরধানার 8b"