পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ *2〜S。 ২৮ মার্চ তারিখে ইংল্পগুীয় সৈন্তকতৃক গোয়াহাটী আয়ত্ত হয় । ২৬ জুন তারিখে কলিকাতাতে বেদ পাঠার্থে গৌড়ীয় সমাজ নামে এক সভা হয় । জুলাই মাসে কলিকাতা নগরে ও তচ্চতুদিকুস্থ স্থানে জরের প্রাবল্য হয়। ১৫ জুলাই তারিখে কলিকাতা নগরে শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বহাদর কতৃক মহম্মদী পাঠশালা স্থাপিত হয় । ২ আগস্ত তারিখে কলিকাতা নগরে কলিকাতাবাস্ক নামে নূতন বাঙ্ক হয়। ৬ আগস্ত তারিখে কলিকাতানিবাসি প্রধান গায়ক হরুঠাকুরের মৃত্যু হয়। ২৫ সেপ্তম্বর তারিখে কলিকাতাতে জোজেফ ব্রাটু সাহেবের মৃত্যু হয় । ( ২১ জানুয়ারি ১৮২৬ । ৯ মাঘ ১২৩২ ) ১৮২৫ শালের মধ্যে এতদ্দেশে আমারদের জ্ঞাতসারে যত প্রধান কৰ্ম্ম হইয়াছে তাহা পাঠকবর্গের সন্তোষার্থে সংক্ষেপে প্রকাশ করা যাইতেছে । 농 韃 খিদিরপুরের খালের উপর লৌহময় নুতন সেতু হয় । সিপাহীরদের মধ্যে গঙ্গাজলস্পশপূৰ্ব্বক শপথ উঠিয়া যায়। শালিখাতে শ্ৰীশ্ৰীযুত লার্ড বিসোপ সাহেবের এক নূতন ছাপাখানা হয় --- ৮ জানুআরি তারিখে গবর্ণমেণ্টের আজ্ঞাতে কলিকাতার ভূমির খাজনা দেওয়ার ব্যবস্থ৷ হয় । আসাম অবধি মণিপুরপর্য্যন্ত নূতন পথ করিতে আরম্ভ হয়। আসামদেশের রাজধানী রঙ্গপুর ব্রহ্মদেশীয়েরদের অধিকার হয়। শতকরা পাচ টাকা স্বদের নূতন কোম্পানির কাগজ হয় | শহর স্ত্রীরামপুরে শ্ৰীযুত বাৰু নীলমণি হালদার নূতন ছাপাখানা করেন। জলকর বিষয়ে নুতন আইন হয়। জলপথে আনীত বাণিজ্যদ্রব্যের মাস্থলবিষয়ে নূতন আইন হয়। কলিকাতার কোম্পানির কালেজের অস্তঃপাতি সংস্কৃত যন্ত্রালয় নামে এক নুতন ছাপাখান