পাতা:ধর্ম্মসাধন.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা। ১২৯৪ শকের বৈশাখ হইতে ১২৯৫ শকের শ্রাবণ পৰ্য্যন্ত সঙ্গতসভায় যে সকল প্রস্তাব আলোচিত হইয়া ধৰ্ম্মসাধন নামক সাপ্তাহিক পত্রে প্রকাশিত হইয়াছিল, তাহাহইতে কতকগুলি সংগ্ৰহ করিয়া,ধৰ্ম্মসাধন দ্বিতীয় ভাগ প্রচারিত হইল। সঙ্গতসভার আলোচনা হইতে ইতিপূৰ্ব্বে ব্রাহ্মধৰ্ম্মের অনুষ্ঠান ও ধৰ্ম্মসাধন প্রথম ভাগ প্রকাশিত হইয়াছে, তাহা দ্বারা ধৰ্ম্মার্থিগণ অনেক উপকার লাভ করিয়াছেন, আশা করি ইহাদ্বারাও সেই রূপ উপকার লাভ করিতে পারিবেন। ধৰ্ম্মসাধন পত্রে প্রতিদিনের যেরূপ আলোচনা হইত, প্রায় অবিকল তাহাই মুদ্রিত হইত, এজন্য এক দিনের কাগজেই নানা প্রকার বিষয় লিপিবদ্ধ হইয়াছে। বিষয়ানুসারে প্রস্তাবসকল সাজাইতে গিয়া অনেক স্থলে বিশেষ কষ্ট স্বীকার করিতে হইয়াছে ; তথাপি সেগুলি যেরূপ সুসজ্জিত হওয়া অtবস্ত্যক সেরূপ হইয়া উঠে নাই এবং স্থানে স্থানে এক আধটু অসংলগ্নতাও লক্ষিত হইতে পারে, পাঠকগণ এজন্য ক্রটি মার্জন করিবেন । . • ব্রাহ্মধৰ্ম্মের অনুষ্ঠান অপেক্ষ ধৰ্ম্মসাধন প্রথম ভাগে অনেক গৃঢ় ও উচ্চ আধ্যাত্মিক বিষয় আলোচিত হইয়াছে, দ্বিতীয় ভাগের বিষয়গুলি আরও নিগৃঢ় ও উচ্চতর এবং ইহাতে সাধনের যে সকল প্রণালী নির্দিষ্ট হইয়াছে, তাহাও উচ্চতর অবস্থার উপযোগী আদেশ, ঈশ্বরের বিশেয করুণ, মহাপুরুষে বিশ্বাস প্রভূতি কতকগুলি মত লইয়া উত্তর কালে ব্রাহ্ম