পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] নবুয়ত কহে যিশাইয়া নবি । এহিয়ার তরে বুঝে কহি তার খুবি ॥ উঠের বালের সে যে লেবাচ পিন্ধিত । চামড়ার কোমরবন্ধে কোমর বান্ধিত ॥ ভুখা ও পিয়াস তার যখন হুইত । জঙ্গলিয়া মধু আর তিভডি সে খাইত ॥ যিৰূশালেম শহরের বাসেন্দী লোকেরা । এহুদিয়া মূলকের গরিব প্রজারা। দলে দলে তারা সবে বাহির হইল। ময়দানে আসিয়া তারে সেলাম ঠুকিল। যদিন দরিয়া পাড়ে যত লোক ছিল । তারাও আসিয়া গুন কবুল করিল। যাহারা খুলিয়া দেল তোউবা করিল। এহিয়ার কাছে তারা বাপ্তিস্মা পাইল ॥ তাহার মাফতে দেখ বাপ্তিস্থা পাইতে । ফেরাজি সিদৃকিগণে দেখিয়া আসিতে ॥ ধৰ্মকিয়া তাদেরে কহে এহিয়া তখন । আয়রে সাপের বাচ্চা মগৰুরগণ ॥ সামনি গজব হৈতে যাইতে ভাগিয়া । কোন শকশ তোমাদেরে দিল শিখাইয় ॥ তোউবা করিলে দিলে যেই ফল ফলে । আন তবে সেই ফল তোমরা সকলে ॥ ইব্রাহীম বাপ মেরা কিবা আছে ডর । অএছা ভাবিয়া দেলে করো না গুমর ॥ আল্লা তালা হন দেথ মালেক সবার । সেরেফ করিতে যদি মজি হয় তার ॥ ইব্রামের লেগে এই পাথর হইতে । পারেন হাজার লড়কী তিনি উঠাইতে ॥ আরো ভি আমার বাতে করাহ খেয়াল । গাছের গোড়ায় লাগা রয়েছে কুঢ়াল৷ যে গাছেতে ভাল ফল নাহিক ধরিবে । কাটিয় তাহারে পরে আগুনে ডালিবে ॥ বাপ্তিস্থা দিলাম আমি কেবল পানিতে । আসিবে দোশরা জন আমার পরেতে। আমা হৈতে বড় তিনি কছিলাম সই ৷ বহিতে তেনার জুতি লাএক যে নই। সেই শকশ আগে আর