পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৯২ ] হুৈকলের সোনার যে কসম খাইবে । জৰুর তাছাকে তাহা মানিতে হইবে ॥ হে নাদান আর আন্ধা লোকেরা সকল । সোনা ও সোনারে পাক করে যে হৈকল। এ দুইএর বিচে বড় কোন চিজ হয় । আর ভি বলিয়া থাক তোমরা সবায় ॥ যে শকশ কসম খায় কোরবান গাহার । তাহাতে আয়েব কিছু না হয় তাহার। কিন্তু তার উপরে যে কুরবানি রয় । তাহার কসম খেলে মানিতে তা হয়। হে আন্ধা নাদান লোক কহ সাফ কর্যে । কোন্‌ চিজ বড় হয় ইহার ভিতরে ॥ কোৰ্বাণী কি যে আবার সেই কোৰ্বাণীরে । সেই যে কুৰ্বাণ গাহ দেয় পাক কর্যে ( কোৰ্বাণ গাহের তরে যে কসম করে । কোৰ্বাণ গাহু আর তাহার উপরে। যে সকল চিজ থাকে কহিনু তোমারে । সে খায় কসম সেই তামামের তরে। হৈকলের তরে যেবা কসম করিবে । বাসেন্দী সমেৎ তার সে কসম হবে ৷ যে জন কসম খায় ফের আত্মানের । সে খায় কসম খোদা ও র্তার তক্তের ॥ আফসোস তোদের পরে আয় রিয়াকার । ফিৰাণী কতেবগণ কি কহিব আর ॥ পোদিন, মোউরি জির যে সকল পাও । তাহার দশোয়া হিশশা তোরা সবে দেও ॥ সদাকং, সাচ্চাই আর যে মেহেরবানি । শরিওতের বিচে ভারি বলে জানি ॥ লেকিন এসব তোরা ছেড়েছ আখের । উহা মানা ইহা রাখা লাজেম তোদের ॥ আয় আন্ধা রাহাবার তোমরা সকলে । উঠকে গিলিয়া থাক মশা ছেকে ফেলে ৷ - আফসোস তোদের পরে আয় রিয়াকার। ফিন্ধশী কাতেবগণ কি কহিব আর ॥ পেয়াল ও রেকবির বাহিরের