পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিরঞ্জন ফুলের বাগান ভেঙ্গে তচনচ করে । নেজ হাতে কোতোয়াল ঢুকে তার ঘরে ? কুন্দর সানন্দে জপে মহাকালী মন্ত্র । কোন কিছু নাহি জানে কোটালের তন্ত্র। ওই চোর চোর করি ধরিতে চলিল। ধ্যান ভঙ্গ কাপে অঙ্গ সুড়ঙ্গে পশিল । ঐকবিরঞ্জন বলে কাণী কৃপামই। আমি তুয়া দাসদাস দাসীপুত্ৰ হই ॥ চৌর ধরণার্থে কোটালের সুড়ঙ্গ খনন । অলিমিখে নিরথে বিবর নিশানাথ । অদ্ভুত মানিয়া চিত্তে নাকে দেয় হাত । কেহ বলে এই চোর নাগলোকে থাকে । কেহ বলে তবে ধরা না গেল ইহাকে ॥ ঈষদু হাসিয়া কহে কোটাল বাঘাট । আমি বাহ বলি তাহ! শুনহ সবাই ॥ এই পথে আসে যায় বিদ্যার নিকটে । সায় দেয় সবাই স্বরূপ কথা ষটে ॥ দেউড়ি জানিয়া কেহ প্রবেশে বিষয়ে । হাত পাচ সাত গিয়া হাপাইয়া মরে ॥, আকুরে হুকুরে পুনঃ উপরে উঠিল । বাপু বাপু এখনি পরাণ গিয়াছিল ।