পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 পদাবলী। প্রসাদী সুর—তাল একতালা । মন ভেবেছ তীর্থে যাবে। কণী পাদপদ্ম মৃধা ত্যজি কৃপে পড়ে আপন খাবে। ভবজরা পাপ রোগ, নালাচলে নানা ভোগ, ওরে জরে কাশী সৰ্ব্বনাশী ত্রিবেণী স্বানে রোগ বাড়বে। কালীনাম মহৌষধী, ভক্তিভাবে পান বিধি, ওরে গান কর পান কর আত্মারামের আত্মহবে । মৃত্যুঞ্জয় উপযুক্ত, সেবায় হবে আশু মুক্ত, ওরে সকলি সন্তবে তাতে পরমাত্মায় মিশাইবে ॥ প্রসাদ বলে মন ভায় ছাড়ি কল্পষ্ট ছায়। ওবে কাটা বৃক্ষের তলে গিরে মৃত্যুভয়টা কি এড়াবে ॥৮৬ -o প্রসাদী সুর—তাল একতালা । ছিছি মন ভ্রমরা দিলি বtঞ্জী। কাণী পাদপদ্ম মৃধা ত্যজে বিষয় বিধে গুলি রাজি । দশের মধ্যে ভূমি শ্রেষ্ঠ লোকে তোমায় কয় রাজাজি । সদা নীচ সঙ্গে থাক তুমি রাজা বট রীতি পাজি । অহঙ্কারমদে মত্ত্ব বেড়াও যেন কাঞ্জির তাপ্পী । তুমি ঠেকরে যখন শিখবে তখন তুঝে কালে পাপোষ বাজি । বাল্য জর বৃদ্ধ দশ ক্রমে ক্রমে হয় গভাজি । গড়ে চেরের কোটায় মন টুটায় যে ভঙ্গে যে মদগাজি । কুতূহলে প্রসাদ বলে জরা এলে আসবে হাজী। মধন ওপাণি লৰে টানি কি করিবে ও বাবধি ॥৮৭