পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sજ૧ পদাবলী । কহে বৎসরেক ছিলে ভুলে, এত প্রেম কোথা খুলে, কথা কহ মুখ তুলে, প্রাণ মরে মরে । কবি রামপ্রসাদ দাগে, মনে মনে কত হাগে, ভাসে মহ1 আনন্যসাগরে ৷ জননীর আগমনে, উল্লাসিত জগজ্জনে, দিবানিশি নাহি জানে, আনন্দে পাসরে ॥২০৩ ജ്ജ= ബജ রাগিণী মাল শ্ৰী । ওগো রাণি, নগরে কোলাহল, উঠ চল চল, নন্দিনী নিকটে তোমার গো । চল, বরণ করিয়া,গৃহে আনি গিরা, এলে মা সঙ্গে আমার গো । জয়, কি কথা কহিলি,আমারে কিনিলি,কি দিলি শুভ সমাচার তোমায়, আদেয় কি আছে, এগ দেখি কাছে, প্রাণ দিয়া শুধি ধার গো ॥ রাণী ভাসে প্রেম জলে, দ্রুতগতি চলে, খসিল কুন্তল ভার। নিকটে দেখে ধারে স্বধাইছে তারে, গৌরী কত দুরে আর গো । ধেতে যেতে পথ, উপনীত রথ, নিরধি বদন উমার। বলে মা এলে মা এলে, মা কি মা ভুলেছিলে, মা বলে একি কথা মীর গেt ॥ রথ হতে মামিয়া শঙ্করী, মারেরে প্রণাম করি, শাস্তুনা করে বার বার । স্বাস স্ত্রকবিরঞ্জনে, সকরণে ভণে, এমন শুভ দিন আর কার গে৷ ৷ ২০৪ {