পাতা:ইতিহাস-সার.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 ইতিহাস-সার ।

  • .

দিগের রাজা জালারিক রোমানদিগের অতি ভয়নক শত্রু ছিলেন । তিনি অসংখ্য সৈন্য লইয়। রূমরাজ্য আক্রমণ করিলেন । 'রোমানের পূর্ব্বে এই অসত্যগণকে জনায়াসে জয় করিয়াছিল, কিন্তু এইক্ষণে তাহাদিগের খড়ম হইতে আপনাদিগকে রক্ষা করিতে পারিল না । তfহীরা রূম নগরে অগ্নিদান করিয়া রাজ-অট্টালিকার অধিকাংশ ভস্মসাৎ এবং ক্রমাগত ছয় দিবস নগর লুণ্ঠন এবং নরহত্যা করিয়া নগরকে একেবারে চার থার করিল । তৎপরে জিনসরিক নামে বান্দালদিগের রাজা পুনর্ব্বার ঐ নগর ঐ প্রকার দগ্ধ ও লুঠ করিলেন । অবশেষে উদয়েশ্বর নামে হিরুলিদিগের রাজ। ৪৭৬ খৃষ্টাব্দে রূমরাজ্য অধিকার করিলেন । তদবধি অনেক দিবস পর্যন্ত ঐ রাজ্য তাহার অধীন ছিল । ইউরোপের ইতিহাস। ভূমিকা । জফেতের সন্তানেরা ইউরোপের আদিপুরুষ । ইহাদিগের কতকগুলিন লোক গ্রীশদেশে, কতকগুলিন ইটালীতে, আর কতকগুলিন স্পেনদেশে গমন করিয়। তথায় বাস করেন । বিশেষ ইউরোপের মধ্যে এই