পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूमि [ ৫১২ ] ভূমিকদম্ব বর্ণের ভূমি। সীগন্ধযুক্ত মাটাই ব্রাহ্মণ, শোণিতগন্ধযুক্ত জমি ক্ষত্রিয়, মধুগন্ধযুক্ত হইলে বৈপ্ত ও মদের গন্ধযুক্ত হইলে তাহা পূদ্র । এইরূপে ব্ৰহ্মভূমি মধুর, ক্ষত্রভূমি কযায়, বৈহু ভূমি মগ্ন ও শূদ্রভূমি তিক্ত বলিয়া গণ্য । ব্ৰহ্মভূমি গম্ভীর, ক্ষত্রভূমি তুঙ্গ,বৈহুভূমি সমতল এবং পুত্রভূমি বিকট বা অসমতল। সকল বর্ণের পক্ষেই সমভূমি ও শুক্লবর্ণের ভূমি শুভদায়ক । যে | ভূমিতে কুশকাশ জন্মে, তাহ ব্ৰাহ্ম অর্থাং ব্রাহ্মণের উপযুক্ত, | দুৰ্ব্বায়ুক্ত ভূমি ক্ষত্রিয়ের, ফলপুষ্পলতাযুক্ত ভূমি বৈশ্বের এবং তৃণ যুক্ত ভূমি পূদ্রগণের উপযুক্ত। যে জমিতে নদীর স্রোত লাগে, অথবা পাষাণ সংযুক্ত, পৰ্ব্বতাগ্রে সংলগ্ন, গর্ত ও বিবরযুক্ত, বক্র, কুলার মত, বল্মীকযুক্ত,দেখিতে বিশ্রী, মুষলাকার, বাছপীড়িত, বল্প ও ভল্লকযুক্ত, কুকুর ও শৃগালের বাসযুক্ত, রুক্ষ ও দন্তকাষ্ঠে আচ্ছাদিত, চৈত্য, যেখানে শ্মশান বল্মীক ও ধূর্কের বাস, চৌমাথ, যেখানে বড় গাছ, দেব ও মন্ত্রকারীর নিবাস এবং ছিদ্রগণ্ডযুক, সে ভূমি পরিত্যাগ করিবে । সুশ্রীতে ভূমিপরীক্ষার বিষয় এইরূপ অভিহিত হইয়াছে। বে ভূমি শর্করা, প্রস্তর, বঙ্গীক, শ্মশান, দেবায়তন ও বালুক প্রভৃতি দ্বারা দূষিত নহে, অথবা ছিদ্রবিশিষ্ট, লোণ বা ভঙ্গুর নহে, অথচ স্নিগ্ধ, বৃক্ষলতাদির অঙ্কুরবিশিষ্ট, কোমল, স্থির, সমতল, কৃষ্ণ, গেীর বা লোহিত বর্ণ, এই প্রকার ভূমি হইতেই ঔষধ সংগ্ৰছ করিতে হয়। ভূমির বিশেষ লক্ষণ-ভূমি প্রস্তরবিশিষ্ট, দৃঢ়, গুiম অথবা কৃষ্ণবর্ণ, স্থলবৃক্ষ ও শস্তসমাকীর্ণ হইলে পার্থিব গুণবিশিষ্ট হয়। যে ভূমি স্নিগ্ধ, শীতল, জলের নিকটস্থিত, স্নিগ্ধ, শস্ত ও তৃণবিশিষ্ট, কোমল বৃক্ষ পূর্ণ এবং শ্বতবর্ণ, তাহাতে অধিক পরিমাণে জলীয়গুণ থাকে, যে ভূমি বিবিধ বর্ণ ও লঘু প্রস্তর পাণ্ডুবর্ণ, ও অল্পবৃক্ষাস্থরবিশিষ্ট,"তাহাতে অধিক পরিমাণ অগ্নিগুণ থাকে। যে ভূমি রুক্ষ, ভস্মরাশির ন্যায় বর্ণবিশিষ্ট, অল্পরসযুক্ত বৃক্ষদ্বারা পূর্ণ, তাহাতে অধিক পরিমাণে বায়ুগুণ থাকে। যে ভূমি মূছ, সমতল ও ছিদ্রবিশিষ্ট, খামবণ, স্বাদহীন জলযুক্ত, এবং সৰ্ব্বত্র অসার বৃক্ষ ও মহাপধ্বতপূর্ণ, তাহাতে অধিক পরিমাণে আকাশ গুণ থাকে । পাখিব ও জলীয় প্রভৃতির গুণবিশিষ্ট ভূমির বিষয় বলা হইল। উহাদের মধ্যে যে ভূমিতে পাখিৰ ও জলীয় এই উভয়গুণ অধিক পরিমাণে থাকে, তাহ হইতে বিরেচন দ্রব্য গ্রহণ করিবে । যে ভূমিতে অগ্নি, জাকাশ ও বায়ু এই তিনের গুণ অধিক পরিমাণে থাকে, তাহ হইতে বমন ও বিরেচন এই উভয় গুণবিশিষ্ট দ্রব্য এবং যে ভূমিতে মাকাশ গুণের আধিক্য, তাহা হইতে সংযমনীয় দ্রব্য গ্রহণ করা বিধেয় । ২ যোগীদিগের অবস্থাবিশেষ । “নিরুদ্ধে চেতলি পুরা সবিকল্পসমাধিন । নিবিকল্পসমাধিস্তু ভবেদত্র ত্রিভূমিকং ॥ স্মৃত্তিষ্টতে স্বতশ্চাদ্যে দ্বিতীয়ে পরবোধিতঃ। অন্তে বুত্তিষ্ঠতে নৈব সদ ভবতি তন্ময়: ॥” ( গীতাগুড়ার্থীপিকায় মধুসুদনসরস্বত ) প্রথমে সবিকল্প সমাধি দ্বারা চিত্ত নিরুদ্ধ হইলে ত্রিভূমিক নিব্বিকল্প সমাধি হয়। প্রথমে বুখান, দ্বিতীয়ে পরবোধিত এবং তৃতীয়ে সৰ্ব্বদ। তন্ময়ত হয়। ইহাই যোগীদিগের ত্রিভূমিক অবস্থা। চিত্তের ক্ষিপ্তাদি রাজসিক পরিণামের নাম বুখান, এবং কেবলমাত্র বিশুদ্ধ সত্ত্ব পরিণামের নাম পরবোধিত, এই দুইটা অভিভূত হইলে তন্ময়তারূপ নিৰ্ব্বিকল্প সমাধি হয়। পাতঞ্জল দর্শনে লিখিত আছে,—“তন্ত ভূমিষু বিনিয়োগঃ ” সংযম শিক্ষাকালে ভূমিক্রমে অর্থাৎ সোপান আরোহণের ন্তায় পুৰ্ব্ব পূৰ্ব্ব অবস্থ৷ জয় করিয়া পশ্চাৎ উত্তরোত্তর স্বঙ্গ অবস্থায় বা স্বল্প সুক্ষ্ম আলম্বনে প্রয়োগ করা কর্তব্য । ইহার তাৎপৰ্য্য এই যে, সংযমাভ্যাস সম্বন্ধে উত্তম উপদেশ এইরূপ যে, যোগী প্রথমতঃ স্থল স্থল বিষয়ে সংযম প্রয়োগ করিবেন। লে গুলি আয়ত্ত হইলে ক্রমে তদপেক্ষ স্বল্প বিষয়ে সংযম প্রয়োগ করিতে শিখিবেন । যেরূপ অট্টালিকার উপরিভাগে উঠিতে হইলে নিমসোপানগুলি এক এক করিয়া উত্তীর্ণ হইয়া পরে উপরিদেশে উঠিতে হয়, তস্ক্রপ স্থল আলম্বন জয় করিয়া স্থল আলম্বনে মনঃসমাধি করিতে হয় । স্কুল অালম্বন পরিত্যাগ করিয়া একেবারে স্বাক্ষ অালম্বন গ্রহণ করিলে সংযম অভ্যস্ত হওয়া দূরে থাকুক, আদৌ তাহার ধারণাই হয় না। সুতরাং উহা ভুমিক্রমেই শিখিতে হয়, এই জন্য স্বত্রকার ‘তস্ত ভূমিধু বিনিয়োগঃ। এইরূপ স্বত্র নির্দেশ করিয়াছেন। সবিতর্ক, নিৰ্ব্বিতর্ক, সবিচার ও নিৰ্ব্বিচার এই চারিট সংযমশিক্ষার পূৰ্ব্বাপর ভূমি। প্রথম সবিতর্ক ভূমি, তাহ জয় श्रेष्ण निलिडक ভূমি, এইরূপে ক্রমে ক্রমে চারিটা ভূমি অতিক্রম করিতে পারিলে নিবিকল্প সমাধি লাভ হয় । ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, নিরুদ্ধ ও একাগ্র এই পাঁচ প্রকার চিত্তের অবস্থাকেও পঞ্চভূমি কহে। (পাতঞ্জলদ•) ৩ স্থানমাত্র । ৪ জিছা । (মেদিনী) ৫ বাসস্থান। ৬ ক্ষেত্র। ৭ আধার, যথা—বিশ্বাসভূমিঃ । ৮ রোগীদিগের অবস্থাবিশেষ । ভূমিকদম্ব (পুং ভূমিকাত কদম্ব শাকপাধিৰস্থিাৎ সমাসঃ। কদম্ববিশেষ, দুই কদম, পৰ্যায়—জুনীপ, ভূমিজ, ভৃঙ্গবল্লভ, লঘুপুঙ্গ,বৃত্তপুপ, বিষম,অশ্বহারক। ইহার গুণ কটু, উষ্ণ, বৃষ্য, ( সুশ্ৰুত স্বত্রস্থাe ৩৭ অe ) | দোষহয়,ছিম, কবাল্পতিক্ত,পিত্তবৰ্দ্ধক ও বীৰ্য্যবৃদ্ধিকর। (রাজনি")