পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পর্তুগীজ -o -o-o-o-o: नानानिक् श्हटल गरी औण ब्रभङनैौ श्रिब्रt७ किल्लं कब्रिष्ठ পারে নাই। এই মহাযুদ্ধে কত যে পর্তুগীজ প্রাণত্যাগ করিয়াছিল, পর্তুগীজ ঐতিহাসিকগণ লিখিতে লজ্জিত । প্তাহারা"মুক্তকণ্ঠে শত্রুপক্ষীয় অসংখ্য লোকের পতন ঘোষণা করিয়াছেন । এ যুদ্ধে পর্তুগীজ গবর্ণরের পুত্র প্রাণদান করেন । মুসলমানদিগের সম্পূর্ণ জয়ের সন্তাৰন ছিল, শেষে পর্তুগীজগণ আত্মরক্ষার কোন উপায় না দেখিয়া মুখেই উৎকোচ ও ভবিষ্যৎ জাশ দিয়া বহুসংখ্যক মুসলমান সেনালাঙ্গককে হত্যা করিয়াছিল, তাহারই ফলে মুসলমান সৈণ্ডগণ পরাজয় স্বীকার করিয়া পৃষ্ঠপ্রদর্শন করিতে বাধ্য হইল। দীউ উদ্ধার ও মুসলমান-পরাজয়ের সংবাদ পাইয়া গোয়ায় মহোৎসব হইল। পর্তুগালের স্বাণী ক্যাথারিন এই যুদ্ধজয়ের সংবাদ পাইয়া বলিয়াছিলেন, “ডি-কাষ্ট্রে। খৃষ্টানের মত পরাজয় कब्रिग्राप्झ्न ७द१ अश्रुहेाएनन्न गज्र छिन्त्री श्हेब्राप्झ्म ।” একদিকে গোল না মিটিতে মিটিতে অপরদিকে বুদ্ধ বাধিবার উপক্রম হুইল । মালু আদিলশাছকে না পাওয়ায় আলী আদিলশাহ পর্তুগীজদিগকে আক্রমণ করিবার আয়োজন করিতে লাগিলেন। পর্তুগীজ-গবর্ণর এ সময় যুদ্ধ করা সুবিধাজনক নয় বুঝিয়া সন্ধি করিয়া ফেলিলেন । এই সন্ধি অনুসারে পর্তুগীজের মালু আদিলশাহকে সপরিবীরে বন্দী রাখিতে সন্মত হইলেন ও আলি আদিলশার নিকট হইতে সালসেট ও বীরদেশ লাভ করিলেন । এই সময় সৈন্যদিগকে দিবার জল্প ও দীউয়র্গ সংস্কার জন্ত গবৰ্ণর ২০ • • • পাগোডা ( Pagoda ) কর্ল্ড চাহিয়া পাঠান । তৎকালে পর্তুগীজ-রাজকোষ নিঃশেষ হইয়াছিল । গবর্ণরের এই প্রস্তাব শুনিয়া গোয়াবাসিনী পৰ্ব্ব গীজভামিনী দেশীয় মহিলাগণ স্ব স্ব অলঙ্কার দিয়া টাকা সংগৃহীত করিয়াছিলেন। যে সময় গবর্ণর দীউ হইতে গোয়ায় ফিরিয়া আসেন, তৎকালে পুরমহিলাগণ বাতায়ন হইতে গোলাপজল ও পুষ্পবৃষ্টি করিয়া তাহার সম্বৰ্দ্ধনা করিয়াছিলেন । ইহার পর অtলী আদিলশাহ বুঝিতে পারেন যে, তিনি পর্তুগীজদিগের নিকট প্রতারিত হইয়াছেন। পাছে তিনি পুনরায় পর্তুগীজদিগকে আক্রমণ করিয়া সালসেটি ও বারদেশ উদ্ধার করেন, এই ভয়ে গবর্ণর ১৫৪৭ খৃষ্টাব্দে ১৯এ সেপ্টেম্বর, বিজয়নগররাজের সছিত সন্ধি করিয়া ফেলিলেন । এই সন্ধিতে স্থির হইল, গোয়ায় যে সকল অশ্ব বিক্রয়ার্থ উপস্থিত হইবে, ভাছ আর কাহাকেও না দিয়া সমস্ত বিজয়নগরে পাঠান হইবে। এই মাসে ডম জর্জ নামে পর্তুগীজ কাপ্তেন ভরোচ জয় করিলেন । [ ૨૧ ] कब्रिब्रां शांन नोहे । সদৰ্পে লিখিয়াছিলেন, “তিনি আপনার স্বার্থরক্ষা বা ধনবুদ্ধির পর্তুগীজ লিসবন্‌রাজের সনদ লইয়। ১৫৪৮ খৃষ্টাৰে ২২এ যে, একখানি জাহাজ আসিয়া ভারতে পৌঁছিল। ঐ রাজসনদ অনুসারে ভি-কাষ্ট্রে রাজপ্রতিনিধি হইলেন এবং আর তিন বর্ষ শাসনাধিকার লাভ করিলেন, সেই সঙ্গে-র্তাহার বহু টাকা বৃত্তি নিৰ্দ্ধারিত হইল। ভম্‌ জায়াও যখন এই শুভ সংবাদ পাইলেন, তখন তিনি মৃত্যুশয্যায় শায়িত। ১৫৪৮ খৃষ্টাৰো ৬ই জুন ( ৪৮শ বর্ষ বয়সে ) গোয়ানগরে তাহার প্রাণবায়ু বহির্গত হইয়াছিল। - ডম জোয়ণও প্রকৃত রাজভক্ত ও রাজ্যের হিতৈষী ছিলেন । তিনি অপর অর্থলোভী পর্ব গীজদিগের মত নিজের কিছু সংস্থান এমন কি কোন রাজকীয় পত্রে তিনি জন্য রাজার অথবা সাধারণের এক কপর্দকও গ্রহণ করেন নাই।” তিনি অপরাপর পর্তুগীজ শাসনকর্তাদিগের মত অহঙ্কারী ছিলেন না । তিনি গুণের উপযুক্ত সন্মান করিতেন । ভৎপরে গার্সিয়া-ডি-স। গবর্ণর হইয়। ভারতে আলিলেন । গার্সিঞ্জ-ডি-স । গার্সিয়া শাসনভার পাইয়াই সাধারণের সস্তোষজনক কার্ধে মনোযোগ করিলেন । ৬ই আগষ্ট খুষ্ঠান ডোমিনিক wrototo go offeo (Dominican father) on Coitish আসিয়া মঠস্থাপন করিলেন । ১৭ই সেপ্টেম্বর, গার্সিয়৷ ভাটুকলের রাণীর সহিত সন্ধি করেন, তাহাতে স্থির হয় যে, রাণী আপন অধিকার মধ্যে কোন জলদসু্যকে আশ্রয় দিতে পারিবেন না। জলদসু্যরা পৰ্ব্ব গীজরাজের বাহ ক্ষতি করিতেছে বা করিৰে, রাণী তাহার ক্ষতিপূরণ করিতে বাধ্য থাকিবেন। গার্সিয়ার শাসনকালে প্রসিদ্ধ খৃষ্টান সাধু জেভিয়ার (St. xavier) মলাঙ্ক প্রভৃতি দ্বীপসমূহে খৃষ্টানধৰ্ম্ম প্রচার দ্বার বহুলোককে খৃষ্টানধৰ্ম্মে দীক্ষিত করেন । এই সময়ে পেগু ও শু্যামরাজের মধ্যে শ্বেতহস্তী লইয়া ঘোরতর যুদ্ধ বাধে । সেখানকার পর্তুগীজগণ পেগুরাজের পক্ষে যুদ্ধ করিয়াছিল। ১৫৪৯ খৃষ্টাব্দে জুলাই মাসের প্রথমেই গার্সিয়ার শাসনকাল ফুরাইল । ১৩ মাসমাত্র তিনি গবর্ণর ছিলেন।

  • জর্জ ক্ষেত্ৰtল । বসাইর পুর্ধ্বতন তুর্গাধ্যক্ষ জর্জ কেব্রাল এবার গবর্ণর হইয়। আসিলেন। ১৫৪৯ খৃষ্টাব্দে ১১ই আগষ্ট তিনি গোয়ার আসিয়৷ শাসনভার গ্রহণ করেন ।

हेश्ॉब्र अनऊिरुःांग श्रृंरब्रहे, जांभर्द्रौद्रांज ७ मिटमछांद्र ब्रांछ। একত্র হইয়া লক্ষাধিক সৈম্ভসহ কোচিন রাজ্য আক্রমণ করেন,