পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৰ্ব্বত [ dు ] পৰ্ব্বত দক্ষিণপাখে অবস্থিত। স্বচক্ষু, শিশির, বৈষ্কর্য, পিঙ্গল, পিঞ্জয়, ভদ্র, স্বয়স, কপিল, মধু, অঞ্জন, কুকুট, কৃষ্ণ, পাণ্ডুর, সহস্ৰশিখর, পারিপাত্র, শৃঙ্গবান এই সকল পৰ্ব্বত মেরুর পশ্চিমে ও বিষ্কন্তপৰ্ব্বত বহির্দিকে সন্নিবদ্ধ আছে। শম্বকুট, ঋষভ, হংসনাভ, কপিলেঞ্জ, নীল, স্বর্ণশ্বল্প, শতশৃঙ্গ, পুষ্পক, মেঘপৰ্ব্বত, বিরজাখা, বরাহাদ্রি, ময়ুর ও রুচির, এই সকল পৰ্ব্বত উত্তরদিকে অবস্থিত । মহেঙ্গ, মলয়, সন্থ, শুক্তিমান, ঋক্ষপৰ্ব্বত, বিন্ধ্য ও পারিপাত্র এই সাতটা কুলপৰ্ব্বত । এই সকল কুলপৰ্ব্বতের সমীপে অষ্টান্ত সহস্ৰ সহস্ৰ পৰ্ব্বত আছে। তাহীদের সাক্ষসকল বিস্তৃত, উচ্ছি,ত, বিপুলায়ত ও অতি মনোজ্ঞ । কোলাহল, বৈভ্রাজ, মদার, দর্দুর, বাতস্বন, বৈছাত, মৈনাক, স্বরস, ভুঙ্গপ্রস্থ, নাগগিরি, রোচন, পাওর, পুষ্প, উজ্জয়ন্ত, রৈবত, অৰ্ব্বদ, ঋষ্যমুক, গোমস্ত, কূটশৈল, কৃতস্মর, শ্ৰীপৰ্ব্বত, জোড় এবং ইহা ভিন্ন অস্তান্ত শত শত পৰ্ব্বত আছে। ( মার্কণ্ডেয়পু" ৫৪-৫৫ অ” ) পৰ্ব্বত সকলের মধ্যে হিমবান, হেমকূট, নিষধ, নীল, শ্বেত, শৃঙ্গবান, মহেক্স, মেরু, মাল্যবান, গন্ধমাদন, মলয়, সহ, শুক্তি'মান, ঋক্ষমান, বিন্ধ, পারিপাত্র, কৈলাস, মম্বর, লোকালোক এবং উত্তরমানস এই বিংশতিটা শ্রেষ্ঠ পৰ্ব্বত। বরাহপুরাণে লিখিত আছে, যে সকল শ্রেষ্ঠ পৰ্ব্বত আছে, সেই সকল পৰ্ব্বত দেবতাদিগের অাবাস স্থল। এই সকল পৰ্ব্বতের মধ্যে শাস্ত নামক পৰ্ব্বতে মহেঞ্জের ক্রীড়া-ভবন, এই ক্রীড়াভবনে পারিজাতবৃক্ষ বিদ্যমান আছে। তাহার পূৰ্ব্বদিকে কুঞ্জর নামে পৰ্ব্বত, তাহার উপস্লিদেশে দানবগণের আটট পুর। এইরূপ বজকেতু পৰ্ব্বতে রাক্ষসদিগের অনেক পুর অাছে, মহানীল পৰ্ব্বতে কিল্পরদিগের পঞ্চদশ সহস্র পুর। এই সকল পুর সুবর্ণনিৰ্ম্মিত । চন্দ্রোদয় পৰ্ব্বতে নাগদিগের আবাস স্থান। কুঞ্জরপৰ্ব্বতে পশুপতি নিত্য অবস্থিত আছেন। বসুধার পর্বতে বমুদিগের আবাসভূমি। বস্থধার ও রত্নধার এই দুইটী পৰ্ব্বতে যথাক্রমে ৮ ও ৭ট পুর আছে, এই সকল পুরে অষ্টবম ও সপ্তর্ষিগণ অবস্থিত আছেন। একশৃঙ্গ নামক পৰ্ব্বত প্রজাপতি চতুর্বত্ত-ব্রহ্মার বাসভূমি। গজপৰ্ব্বতে ভগবতী মহাভূতগণে পরিবেষ্টিত হইয়া অবস্থান করিতেছেন । বসুধার পর্বতে মুনি, সিদ্ধ ও বিদ্যাধরগণ অবস্থান করেন । এই পৰ্ব্বতে অনেকগুলি পুর আছে, ইহার তোরণ ও প্রাকার অতিবৃহৎ । এইখানে অনেক পৰ্ব্বত নামে যুদ্ধশালী গন্ধৰ্ব্বগণ অবস্থান করে, তাহাদের মধ্যে একপিঙ্গলরাজ রাজাধিরাজ। পঞ্চকুটে রাক্ষস, শতশৃঙ্গে দানব ও যক্ষদিগের শতপুর। প্রভেদক পৰ্ব্বত্তের পশ্চিমদিকে দেব, দানব ও সিদ্ধাদির পুর এবং ইহার মন্তকদেশে বৃহৎ, লোমশিলা আছে, তাহাতে প্রতিপর্কে সেমি লুবতীর্ণ হয়। তাহার উত্তর পাশ্বে ত্রিকুট পৰ্ব্বত, এই পৰ্ব্বতে ক্ৰন্ধা অবস্থিত আছেন । এই পৰ্ব্বতের কোনস্থলে বহ্যায়তন আছে, তাহাতে अधिरमव भूठिंगांन एहेब्र! विग्नांछिठ श्रांरक्कम, cनवश्रण हैशम উপাসনা করিতেছেন। উত্তরদিকে শৃঙ্গক্ষেপৰ্ব্বতে দেবতাদিগের অীয়তন, ইহার মধ্যে পুৰ্ব্বদিকে নারায়ণের আয়তন, भटश उकांब्र यद९ *क्रियनिक १श्रब्रव्र अवशन छूमि । केशन উত্তরতীরে জাতুচ্ছ মহাপর্বতে ত্রিংশৎ যোজন মণ্ডল নন্দজ নামে এক সরোবর আছে, এই সরোবরে নাগরীজ অবস্থিত আছেন । এই সকল দেবপৰ্ব্বত, ইছাদের শিলাপ্রভৃতির বর্ণ হেম, রজত, রত্ন, বৈহূৰ্য্য ও মনঃশিলাদির স্থায় । ( বরাহপুরাণ ) পূৰ্ব্বে পৰ্ব্বতসমূহের পক্ষ ছিল। অগ্নিপুরাণে লিখিত আছে, পুরাকালে পৰ্ব্বত সকল বিষ্ণুর মায়ায় সপক্ষ হইয়াছিল । এই পৰ্ব্বত সকল পক্ষ প্রাপ্ত হইয় যে যে স্থলে নিবেশিত ছিল, তাহারা সেই সেই স্থল হইতে প্রস্থান করিল। বিধাতা অমুরদিগের স্থান জলাণবে নির্দেশ করিয়াছিল ; কিন্তু এই সকল পৰ্ব্বত প্রতীচীদিকে সমুদ্রে নিপতিত হইয়াছিল । ইহাতে দেবতা ও অমুরদিগের সহিত বিরোধ উপস্থিত হয়। দেবগণ যুদ্ধে জয়লাভ করিয়া পৰ্ব্বতদিগের পক্ষচ্ছেদ করেন, কেবল একমাত্র মৈনাক সপক্ষ ছিল । দেবগণ পৰ্ব্বতদিগের পক্ষচ্ছেদ করিয়া তাহাদিগকে স্বস্থানে সন্নিবেশিত করেন । ৯ ( অগ্নিপু” ) পৰ্ব্বতে বর্ণনীয় বিষয়— “শৈলে মেঘোষধীধাতুবংশকিল্লরনিঝরাঃ । শৃঙ্গপাদগুহারস্তু-বনজীবাস্থাপত্যকাঃ ॥” (কবিকল্পলতা ) { পৰ্ব্বত বর্ণনা করিতে হইলে মেঘ, ওষধি, ধাতু, বংশ, কিন্নর ও নিয়র, শৃঙ্গ, পাদ, গুহা, রত্ন, বন, জীবাদি ও উপত্যক। এই সকলের বিষয় বর্ণনা করিতে হয় । [ শেষে দেখ। ]

  • “ততোছত্রয়ে জাতপক্ষ বিষ্ণোশ্চৈব তু মায়য়া। প্রস্থিত মেদিনীং ত্যজ্ঞ যত্থাপুৰ্ব্বং নিবেশিতাঃ ॥ তং স্থাসমস্বরাশাস্তু ধাত্রাদিঞ্জং জলাঙ্গবে । প্রতীচ্যাং পৰ্ব্বডাঃ সৰ্ব্বে নিমমজুর্বধা গজাঃ ॥ তত্ৰান্বয়েভ্য: শংহস্তে আধিপত্যং সুরাশ্রয়ম্। তচ্ছ দ্বৈবাহপ্পা সৰ্ব্বে চতুরুদ্যোগমুত্তমং। যুদ্ধজয়ানস্তুরং তেষাং পক্ষচ্ছেদো যথা— “চিচ্ছেদ পৰিম। পক্ষানু সৰ্ব্বেষাং ভুবি চারিণাং । এক সপক্ষে মৈনাক হয়ৈগুৎসময়ে কৃত: " ( অগ্নিপুরাণ )