পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ፃፀ রাঘব-বিজয় কাব্য ; AA AMM MMAM AAAA AAAAS AAAM SMSAMAMS MAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS বাসহীন, অন্তহীন ; তাপহীন, জ্যোৎস্নাবিভাসিত কারণসাগরগর্ভ । পুনঃ যেন আসি গভীর আঁধাররাশি, নেত্র অবরিয়া, ঢাকিতেছে সেই চিত্র। লোহস্রোতোময় মাত্র সমরপ্রাঙ্গণ, সেই দণ্ডে নেত্রপথে হইছে উদিত । পারি না বুঝিতে কিছু। ভস্মসমাবৃত-বীতিহোত্র-সম, আলোক-আঁধার-বিমিশ্রিত অনির্দিষ্ট কিবা মূৰ্ত্তি ক্ষণে ক্ষণে ভাসি, আসিছে নয়নপথে । অবসন্ন দেহমন আজি। কৰ্ম্মস্রোতে ভাসিয়াছে দেহ, নিজ নিয়ন্ত্রিত পথে অবশু ধাইবে । যাহা ইচ্ছা, কর, হে শঙ্কর, রোধিব কিরূপে ?” এত বলি ফিরাইলী নেত্ৰ যোগী দ্বার-অভিমুখে । সসন্ত্রমে বন্দিলেন নমি সেনাপতি, রিপুকুল-তিমিরার অস্তুক সুবলী । কহিলেন নতভাবে“মহারাজ, উল্লসিছে রাঘবশিবিরে অরিদল । সমাগত ঐরাম-লক্ষ্মণ স্বশরীরে, নিহত সে মহী রসাতলে ।