পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ඵV মার্কণ্ডেয় ‘বিড়ালের শির শরীর হইতে পাড়িলা ধরায় অসির ঘায় ; করিলা প্রেরণ ছদ্ধর মুখে শরের প্রহারে শমনালয় । ২০ মহিষ - অসুর হেরিল এরূপে নিজ সেনা ক্রমে হতেছে ক্ষয়, ধরি নিজ রূপ মহিষ - আকার-- প্রমথের দলে দেখা’ল ভয় । ২১ তৃ গুtঘাতে কোন প্রমথে প্রহারে, প্রহারে কাহারে খুরের ঘায় ; তাড়িত লাস্কুলে করিল কাহারে, করে বিদারিত শৃঙ্গে काशंग्र। २२ বেগে পাড়ে করে, কারে বা হুঙ্কারে, মণ্ডল ভ্রমণে কাহারে ফেলে ; কন্তু বা নিশ্বাস- পবন - প্রভাবে পাড়িল কাহারে ধরণী তলে । ২৩ প্রমথ-বাহিনী করিয়া নিপাত, দেবীর কেশরী বিনাশ-আশে— হইল ধাবিত সে মহা অসুর, অম্বিক অধীর হইল রোষে।। ২৪