পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

_ভীষ্মপৰ্ব্ব ] সুপৰস্তাতিরক্ষাক্ষী স্থতহস্ত বরান্বিত । (S> মহাভয়ঙ্কর যুদ্ধ হৈল দুইজনে । কার পরাজয় নাহি হয় সেই রণে ॥ পাঞ্চল বিরাট ধৃষ্টদ্যুম্ন মহাবল । ঘটোৎকচ মহাবীর সমরে প্রবল ॥ কৌরবের সেনাগণে করিল সংহার। হইল কৌরব দলে মহা হাহাকার ॥ দেখি দুর্য্যোধন রাজা হইল বিমন ৷ রাজগণে আশ্বাসিল করিবারে-রণ ॥ ভূরিশ্রব কৃতবৰ্ম্ম শল্য জয়দ্ৰথ । দুয়ুখ দুঃসহ আর রাজা ভগদত্ত ॥ সাহস করিয়া সবে সমরে প্রবেশে । শত শত সেন মারি দিল যমপাশে ॥ ঘটোৎকচ মহাবীর সমরে প্রচণ্ড । যত রাজগণ বিন্ধি করে খণ্ড খণ্ড ॥ কাহার’ সারথি কাটে কার কাটে রথ । ভঙ্গ দিল রাজগণ নাহি চাহে পথ ॥ মহাপরাক্রম করে পাণ্ডবের দল । দেখি দুৰ্য্যোধন রাজা হৈল বিকল ৷ রাখিতে না পারে সৈন্য করিয়া শকতি । ব্যগ্র হয়ে রণে ভঙ্গ দিল কুরুপতি ॥ সিংহনাদ ছাড়য়ে পাণ্ডব-সৈন্যগণ । কৌরবের সৈন্যগণে করয়ে নিধন ॥ পলায় সকল সৈন্য রণে নহে স্থির । তাহা দেখি ভীষ্মে নিবেদিল কুরুবীর ॥ দেখি ভীষ্ম রাজারে আশ্বাসে বহুতর । স্থির হও দুর্য্যোধন না হও কাতর ॥ যুদ্ধেতে নিয়ম নাহি জয় পরাজয় । সম্মুখ সংগ্রাম ইথে না করিহ ভয় ॥ এতেক বলিয়া ভীষ্ম মহা ক্রোধমন । অৰ্জুন উপরে করে বাণ বরিষণ ॥ বিন্ধিল সহস্ৰ বাণ বীর ধনঞ্জয়ে । দশবাণে বিন্ধে বীর কৃষ্ণের হৃদয়ে ॥ সহস্ৰেক বাণ মারে ধবজের উপরে । চরি বাণ প্ৰহারিল চারি অশ্ববরে ॥ আর লক্ষ বাণ বীর সৈন্তেরে প্রহারে । পণ্ডিবের সৈন্ত সব সমরে সংহারে ॥ | কালান্তক যম প্রায় ভীষ্ম মহাবীর । | পাগুবের যোদ্ধাগণে করিল অস্থির ॥ কাহার’ সারথি কাটে কার কাটে হয় । মাথা কটি কাহার লইল যমালয় ॥ কখন সন্ধান করি, এড়ে তীক্ষবাণ । কুম্ভকার চক্র হেন ফিরে ঘূর্ণমান ॥ অদ্ভুত দেখিয় সব যোদ্ধা ভঙ্গ দিল । পাণ্ডব-সৈন্যেতে মহা বিপত্তি পড়িল ॥ তাহ দেখি রুষিলেন ইন্দ্রের নন্দন । আকাশ ছাইয়া শর করে বরিষণ ॥ নাহি দিকৃ বিদিক্‌ না হয় স্থপ্রকাশ । দশদিক রুদ্ধ হয় না চলে বাতাস ॥ কোটি কোটি সেন বীর হানিলেন রণে । মারিলেন বীর লক্ষ লক্ষ হস্তীগণে ॥ ইন্দ্রদত্ত পঞ্চশর করিয়া ক্ষেপণ । ভীষ্ম-বক্ষেণদেশে করিলেন নিপাতন ॥ ব্যথিত হইল গঙ্গাপুত্র বীরবর। অশ্ব সহ সারথিরে দিল যমঘর ॥ . কালস্তক সম বীর পার্থ ধনুৰ্দ্ধর । কৌরবের সৈন্যগণে নাশিল সত্বর ॥ শ্রাবণ ভান্দেতে যেন পাকাতাল পড়ে । সেইমত কুরুসৈন্য পড়ে ঝোড়ে ঝাড়ে ॥ অর্জুন-বিক্রম নাহি সহে কুরুগণ । বড় বড় যোদ্ধা পলাইল ত্যজি রণ ॥ অশ্বথম দ্ৰোণ কৃপ যুঝে প্রাণপণে । , পাণ্ডবগণেরে নারে নিবারিতে রণে ॥ যুগান্তর সময়ে যেন রবির উদয় । তেমনি ছাড়েন পার্থ বাণ তেজোময় ॥ যত অস্ত্র দিল ইন্দ্র আদি দেবগণ । সেই সব অস্ত্র পার্থ করেন ক্ষেপণ ॥ " ভীষ্মের শরার বিন্ধি করেন জর্জর । , কোটি কোটি সেনারে পাঠায় যমঘর ॥ ব্যাঘ্ৰ দেখি যেমন পলায় মৃগগণ । ভঙ্গ দিল কুরুগণ পরিহরি রণ ॥ অৰ্জ্জুনের শরজালে ভঙ্গ সব সৈন্য । জ্বলন্ত অনলে যেন দহিল অরণ্য ॥