পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t ৩২০ ঐশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৫ • ৩০শে অক্টোব মণীন্দ্রের বয়সও ১৫১৬ হইবে। ভক্তের তাহাকে খোকা বলিয়। ডাকিতেন, এখনও ডাকেন । ছেলেটি ভগবানের নাম গুণগান শুনিলে ভাবে বিভোর হইয়া নৃত্য করিত । দ্বিতীয় পরিচ্ছেদ । ডাক্তার ও মাষ্টার বেলা ১০টা ১০টা। ডাক্তার সরকারের বাড়ি মাষ্টার গিয়াছেন । রাস্তার উপর দোতলার বৈঠকখানার ঘরের বারান্দা, সেইখানে ডাক্তারের সঙ্গে কাষ্ঠাসনে বসিয়া কথা কহিতেছেন। ডাক্তারের সম্মুখে র্কাচের আধারে জল, তাহাতে লাল মাছ খেলা করিতেছে। ডাক্তার মাঝে মাঝে এলাচের খোসা জলে ফেলিয়া দিতেছেন । এক একবার ময়দার গুলি পাকাইয়া খোলা ছাদের দিকে চড়ুই পাখিদের আহারের জন্য ফেলিয়া দিতেছেন । মাষ্টার দেখিতেছেন। ডাক্তার (মাষ্টারের প্রতি, সহাস্তে )—এই দেখ, এরা ( লাল মাছ ) আমার দিকে চেয়ে জাছে, কিন্তু উদিকে যে এলাচের খোসা ফেলে দিইছি তা দেখে নাই। তাই বলি, শুধু ভক্তিতে কি হ’বে, জ্ঞান চাই । ( মাষ্টারের হাস্য)। ঐ দেখ চড়ুই পাখি উড়ে গেল ; ময়দার গুলি ফেললুম, ওর দেখে ভয় হলো। ওর ভক্তি হলো না, জ্ঞান নাই বলে। জানে না যে খাবার জিনিস । ডাক্তার বৈঠকখানার মধ্যে আসিয়া বসিলেন । চতুর্দিকে আলমারীতে গুপাকার বই। ডাক্তার একটু বিশ্রাম করিতেছেন। মাষ্টার বই দেখিতেছেন ও এক একখানি লইয়া পড়িতেছেন । শেষে কিয়ৎক্ষণ •isogo—Canon Farrar's Life of Jesus.