পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"8 o শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ১৮৮৩, ৯ই মার্চ যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা কর। প্রবের ভক্তি সকাম । রাজ্যলাভের জন্ত তপস্ত করেছিলেন। প্রস্থলদের কিন্তু নিষ্কাম অহৈতুকী ভক্তি।” ভক্ত—ঈশ্বরকে কিরূপে লাভ হয় ? শ্রীরামকৃষ্ণ—ঐ ভক্তির দ্বারা। তবে তার কাছে জোর করতে হয়। দেখা দিবি নি, গলায় ছুরি দেবে,—এর নাম ভক্তির তমঃ । ভক্ত-ঈশ্বরকে কি দেখা যায় ? শ্রীরামকৃষ্ণ—ই অধস্ত দেখা যায়। নিরকার, সাকার, দুই দেখা যায়। দাকার চিন্ময়রূপ দর্শন হয়। আবার সাকার মাতুল ততেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষরূপে বতীর্ণ হন। { to , "ধৰ্ম্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।” গীত–৪৮