পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হীরামকৃষ্ণ রাজেক্সের বাড়ীতে রাম, মনোমোহন প্রভৃতি সঙ্গে ২৮৫ গান হইতে লাগিল। ত্ৰৈলোক্য ও ব্রাহ্মভক্তেরা গান গাহিতে লাগিলেন— মন-একবার হরি বল হরি বল । হরি হরি হরি বলে ভবসিন্ধু পারে চল । জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সুৰ্য্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এ ভূমণ্ডল । শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের খাওয়ার জন্ত দ্বিতলে উদ্যোগ হইতেছে। এখনও তিনি প্রাঙ্গণে বসিয়া কেশবের সহিত কথা কহিতেছেন। রাধাবাজারে ফটোগ্রাফারদের ওখানে গিয়াছিলেন—সেই সব কথা। শ্রীরামকৃষ্ণ ( কেশবের প্রতি সহাস্তে )—আজ বেশ কলে ছবি তোলা দেখে এলুম। একটা দেখলুম যে শুধু কাচের উপর ছবি থাকে না। কাচের পীঠে একটা কালী মাখিয়ে দেয়, তবে ছবি থাকে। তেমনি ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছি, তাতে কিছু হয় না, আবার তৎক্ষণাৎ ভুলে যায়, যদি ভিতরে অতুরাগ ভক্তিরূপ কালী মাথান থাকে তবে সে কথাগুলি ধারণা হয়। নচেৎ শুনে আর ভুলে যায়। এইবার ঠাকুর দ্বিতলায় আসিয়াছেন। মুন্দর কার্পেটের আসনে তাহাকে বসান হইল। মনোমোহনের মাতাঠাকুরাণী শুামামুনারী দেবী পরিবেশন করিতেছেন। মনোমোহন বলিয়াছেন—“আমার স্নেহময়ী জননী সাষ্টাঙ্গ প্ৰণিপাত করলেন ও ঠাকুরকে খাওয়াইলেন।” রাম প্রভৃতি খাবার সময় উপস্থিত ছিলেন। যে ঘরে ঠাকুর থাইতেছেন, সেই ঘরের সম্মুখের দালানে কেশব প্রভৃতি ভক্তেরা খাইতে বসিয়াছেন। ঐ দিবসে বেচু চাটুজ্যের স্ত্রীটের বর্তমান ৮ামসুন্দর বিগ্রহের সেবক ঐশৈলজাচরণ মুখুজ্যে উপস্থিত ছিলেন।