পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

<)のげ শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট ৫-৪-৮৪—চৈত্র শুক্লা-দশমী। দক্ষিণেশ্বর । প্রাতঃকাল । বিষয়—প্রাণকৃষ্ণের সহিত কথা। রাম, গিরীন্দ্র, প্রভৃতি ভক্তদের সহিত কথা। কেশব সেন ও নব বিধান । পিতা ধৰ্ম্মঃ, পিতা স্বৰ্গ: | উপস্থিত—প্রাণকৃষ্ণ মুখুয্যে, মাষ্টার, হঠযোগী, রাম, গিরীন্দ্র, বুড়ে গোপাল প্রভৃতি। ( বেলা ৮টা হইতে ) [ ২য় ভাগ—১৩শ খণ্ড ২৪-৫-৮৪–জ্যৈষ্ঠী-অমাবস্তা। দক্ষিণেশ্বর । ফলহারিণী অমাবস্তা। বেলা ১১টা হইতে । বিষয়—বিদ্যাম্বন্দর যাত্রাওয়ালাকে নানা উপদেশ । শ্ৰীযুক্ত রাখালের প্রতি ঠাকুরের গোপালভাব। গৃহী ভক্তগণের প্রতি উপদেশ । বৌদ্ধধৰ্ম্মের কথা। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি—ঈশ্বর দর্শনের উপায় সাধুসঙ্গ । অবতার তত্ত্ব । ব্রাহ্ম সমাজে মীর নাম। অধরের প্রতি—এগিয়ে পড়। উপস্থিত—বিদ্যা, হরি, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অধর, মাষ্টার, । [ ৫ম ভাগ—১৫শ খণ্ড ২৫-৫-৮৪–জ্যৈষ্ঠ শুক্লা-প্রতিপদ । দক্ষিণেশ্বর । জন্মোৎসব। বিষয়-পঞ্চবটী মূলে স্বরেন্স, বিজয় প্রভৃতির সহিত কথা। ভক্তসঙ্গে সংকীৰ্ত্তন ও নৃত্য। সন্ন্যাসীর কঠিন ব্রত। গোল বারাণ্ডার উপর বিজয় প্রভৃতির সহিত কথা । ( বেলা ১টা হইতে ) ৷ উপস্থিত—বিজয়, কেদার, রাখাল, সুরেন্দ্র, মাষ্টার, সুরেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা গিরীন্দ্র, নগেন্দ্র প্রভৃতি ভ্রাতুষ্পপুত্রেরা, সহচরী কীৰ্ত্তনী, ভবনাথ । [ ৪র্থ ভাগ – ১৩শ খণ্ড ১৫-৬-৮৪–জ্যৈষ্ঠ কৃষ্ণাষষ্ঠী। সুরেন্দ্রের বাগানে মহোৎসব। (বেলা ২টা) । বিষয়—ভক্তসঙ্গে সংকীৰ্ত্তন ও নৃত্য । ভবনাথ ও নিরঞ্জনের সহিত কথা । গোপী-প্রেম। ব্রাহ্মসমাজের প্রতাপ মজুমদারের সহিত কথা। বিলাত ও কাঞ্চনের পূজা। ডুব দাও । * উপস্থিত—ভবনাথ, নিরঞ্জন, রাখাল, সুরেন্দ্র, রাম, মাষ্টার, মহিমাচরণ, মণি মল্লিক, ব্রাহ্ম ভক্তগণ, কীৰ্ত্তণীয়াগণ, ব্রাহ্মভক্ত প্রতাপ প্রভৃতি । [ ১ম ভাগ—১০ম খণ্ড