পাতা:শিখ-ইতিহাস.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের প্রাধান্ত প্রতিষ্ঠা ՖԵ Գ পুনরায় আগমন করিলেন। তখন হায়দ্রাবাদের শাসনকর্তৃগণ এই ভণি করিলেন যে, সী স্থজ ইংরাজদিগকে আনয়ন করিবার ষড়যন্ত্র করিতেছেন ; এক্ষণে র্তাহাকে বিতাড়িত করার উদ্দেশুেই যেন অর্থ প্রত্যপিত হইল। তথায়ও নিরাপদ নহেন মনে করিয়া, স' স্বজা দিল্লীতে পলায়ন করিলেন । পরিশেষে ১৮২১ খ্ৰীষ্টাব্দের জুন মাসে দ্বিতীয়বার লুধিয়ানায় গিয়া বাস করিতে লাগিলেন। র্তাহার ভ্রাতা অন্ধ জুমান ঠিক সেই সময়ে পারস্ত এবং আরব দেশ পরিভ্রমণ করিয়া, সেই পথে সেই স্থানে উপনীত হইয়াছিলেন । সা স্বজার নিদ্ধারিত বৃত্তি এ পর্যন্ত তাহার বিশ্বাসী স্বচতুর ওয়াফ বেগমপ্রমূখ তাহার পরিবারবর্গ গ্রহণ করিতেন। সা জুমান ব্রিটিশ গবর্ণমেণ্টের নিকট প্রার্থনা করায়, র্তাহার ভরণপোষণের জন্যও প্রথমতঃ ১৮,• • • টাকা, পরে ২৪,০০০ টাকা বাৎসরিক বৃত্তি নির্দিষ্ট হয় ।৭১ ১৮২০ খ্ৰীষ্টাব্দে নাগপুরের হৃতসর্বস্ব মারহাট্র-রাজ, আপ্পা সাহেব, ইংরাজদিগের নিকট হইতে পলায়ন করিয়া, অমৃতসরে উপনীত হন। তাহার কার্যকলাপে বোধ হইয়াছিল, তাহার নিকট বহুসংখ্যক অর্থ ছিল । রণজিৎ সিং যাহাতে র্তাহার পক্ষ অবলম্বন করেন, অমৃতসরে গমন করিয়াই, তদ্বিষয়ে তিনি চেষ্টা করিলেন । কিন্তু মহারাজের মিত্র, ইংরাজদিগের সহিত আল্পা সাহেবের ঘোর শক্রতার বিষয় জানিতে পারিয়া, মহারাজ রণজিৎ সিং আল্পা সাহেবকে রাজ্য পরিত্যাগের অনুমতি করিলেন । অগ্নি সাহেব তখন কিছুকালের জন্য সংসার চাদের রাজ্য কটোচে অবস্থিতি করিতে লাগিলেন। কটোচে থাকিয়া শতদ্রুর দক্ষিণ ও পূর্বদিকে সমগ্র ভারতথও অধিকারের জন্ত, সা জুমানের পুত্র যুবরাজ হায়দরের সহিত জল্পনা-কল্পনা আরম্ভ করিলেন। স্থির হইল, দিল্পী হইতে কমোরীণ অন্তরীপ পর্যন্ত বিস্তৃত বিশাল রাজ্যখণ্ডে দুরাণি রাজা হইবেন ; মারহাট্টা স্বয়ং তাহার উজীররূপে, অধীন রাজার ন্যায়, দক্ষিণাত্য শাসন করিবেন। এই সংকল্পে পঞ্জাব যোগদান করিল না। কিন্তু রণজিৎ সিং, সংসার চাদ কিংবা কাবুলের ভূতপূর্ব শাসনকর্তৃদ্বয় এই অভিসন্ধিতে লিপ্ত ছিলেন কিনা, তাহ জানা যায় নাই। যাহা হউক, এক্ষণে যখন সেই ঘটনা প্রচারিত হইল, তখন সংসার টাদ sy Compare ‘Shah Shooja's Autobiography.’ ch. xxvii, xxviii, xxix, in the Calcutta Monthly Journal for 1839, and ‘Bhawalpur Family Annals' (Mammuscript)’ witgā Atta ( History of “Runjeet Singh, p, 10) of softon co, foxton পুনঃপ্রাপ্তির জন্ত সা-স্বজা একবার চেষ্টা করেন ; কিন্তু তাহার সে চেষ্টা বিফল হয়। যাহা এই অংশে অন্তর্নিবিষ্ট হইয়াছে, তৎসমর্থনার্থ নিম্নলিখিত পত্রগুলি বিশেষ উল্লেখযোগ্য -১৮১৭ খৃষ্টাব্দের ১•ই মে ও ই জুনের দিল্লীর রেসিডেন্টের নিকট গবর্ণমেণ্টের পত্র ঃ ১৮১৮ খৃষ্টাব্দের ২২শে সেপ্টেম্বর এবং ১•ই অক্টোবরের এবং ১৮২৫ খৃষ্টাব্দের ১লা এপ্রিল তারিখে দিল্লীর রেসিডেন্টের নিকট কাপ্তেম মারের এবং ১৮২১ খৃষ্টাব্দের ২৯শে এপ্রিল, ৩০শে জুন ও ২৭শে আগষ্টের স্তার ডেভিড অকটারলোশির নিকট কাপ্তেন মারের পত্র দ্রষ্টৰ্য ।