পাতা:শিখ-ইতিহাস.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু ૨૨૭ লক্ষ টাকা প্রদান করিল, এবং বিজেতার উপস্থিতি পরিহারার্থ, শিকারপুরের জন্য বাৎসরিক কর প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ হইল।৫৮ অতঃপর সা কান্দাহার অভিমুখে গমন করিয়া, কয়েক মাস ঐ নগরের অনতিদূরে অবস্থান করিলেন। ঐ বৎসরের ১লা জুলাই, দোস্ত মহম্মদ এবং তাহার ভ্রাতৃগণ বর্তৃক সা পুনরায় আক্রান্ত হইলেন ; যুদ্ধে র্তাহার পরাজয় হইল ।5 • বহুদিন দেশ পর্যটন করিয়া, পারস্তরাজ ও হিরাটের সী কামরাণের নিকট আবেদন-নিবেদনের পর, তাহাঁদের সাহায্যে শিকারপুর পুনরুদ্ধারের জন্য সা স্বজা আর একবার চেষ্টা করিলেন ৩০ ১৮৩৫ খ্ৰীষ্টাব্দের মার্চ মাসে সা পুনরায় লুধিয়ানায় প্রত্যাবৃত্ত হন ; তখন তাহার নিকট নগদ এবং বহুমূল্য সম্পত্তিতে সর্বশুদ্ধ অনূ্যন প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল।৬১ এদিকে রণজিৎ সিং বিশেষ শঙ্কিত হইলেন। র্তাহার মনে হইল,-সা-স্বজা নিশ্চয়ই তাহাদের বন্ধুত্ব-ব্যঞ্জক সন্ধিপত্র ও সন্ধিসর্ত পরিহার করিবেন। ভূতপূর্ব সম্রাটের তদ্বিষয়ে সিদ্ধিলাভের সম্ভাবনা ; স্বতরাং তাহার সিদ্ধিলাভে যে ফলোৎপাদিত হইতে পারে, তাঁহাতে বাধা দিবার জন্য তিনি সতর্কতা অবলম্বনের চেষ্টা করিতে লাগিলেন । করদরাজগণ কাবুলের বহুত স্বীকার করিয়া অধীনতাপাশে আবদ্ধ হওয়ার পূর্বেই, তিনি পেশোয়ার আক্রমণ করিতে কৃতসঙ্কল্প হইলেন (৬২ মহারাজের পৌত্র নাও নিহাল সিংহের নামমাত্র সেনাপতিত্বে এবং সর্দার হরিসিংহের কর্তৃত্বাধীনে বৃহৎ একদল সৈন্য সিন্ধুনদ অতিক্রম করিল । সৈন্ত সমভিব্যাহারে সেনাপতিপদে প্রতিষ্ঠিত হইয়া যুবরাজ এই সর্বপ্রথম আগমন করিয়াছেন ; স্বতরাং তাহার এই উপস্থিতির হেতুবাদে অতিরিক্ত রাজস্বস্বরূপ অধিক সংখ্যক অশ্বের দাবী করা হইল। প্রথমে বোধ হুইল, এই দাবীকৃত বিষয় অনুমোদিত হইবে ; কিন্তু ১৮৩৪ খ্ৰীষ্টাব্দের মে মাসের ৬ই তারিখে পেশোয়ার দুর্গ আক্রাস্ত ও অধিকৃত হইল ॥৬৩ প্রবলপরাক্রাস্ত হরি সিং, মুলতান মহম্মদ খাঁর সহিত অস্তঃসারশূন্ত কপট সন্ধি-প্রস্তাব উপেক্ষা করিলেন। তিনি আফগানদিগের প্রতি বিদ্বেষভাব ব্যক্ত করিতেন ; অধিকন্তু পেশোয়ার অতিক্রম করিয়া শিখআধিপত্য বিস্তৃত হইবে—সে কল্পনাও তিনি তাহাদের নিকট গোপন রাখেন নাই ॥৬৪ ইতিমধ্যে শিখগণ পেশোয়ার ব্যতীত অন্যান্ত স্থানেও যুদ্ধে নিযুক্ত ছিল । ১৮৩২ to l Capt. Wade to Government, 30th Jan, 1834. ea I Capt. Wade to Government, 25th July, 1834, * I Capt. Wade to Govt. 21st Oct. and 29th Dec. 1834, and 6th February, 1835, ey Capt. Wade to Government, 19th March, 1835, eR l Capt. Wade to Government, 17th June, 1834. do we l Capt. Wade to Government, 19th May, 1834. ७s । कtइक ब९नब्र गूर्व, षषन ठिनि नांथांब्रप्पंद्र निकई "ब्रिक्लिष्ठ श्न. ऊर्षन शब्रि निष्tश्ब्र अरे बउ পঞ্জাবের সকলেই অবগত হন।