পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●b* পরিশিষ্ট পারে যাইতে পরিবে না ; সিন্ধুনদ সম্বন্ধেও এই নিয়ম অব্যাহত থাকিবে ; মহারাজের অনুমতি ব্যতীত কেহই সিন্ধুনদ অতিক্রম করিতে পরিবে না । চতুর্থ সর্ত। সিন্ধুনদের পশ্চিম তীরস্থিত সিন্ধুরাজ্য এবং শিকার-পুর সম্বন্ধে যাহা কিছু ন্যায়সঙ্গত ব্যবস্থা হইবে, কাপ্তেন ওয়েডের মধ্যস্থতায় বৃটিশ গবর্ণমেণ্ট এবং মহারাজ রণজিৎ সিংহের যে পবিত্র বন্ধুত্ব-বন্ধন স্থাপিত হইয়াছে, তদনুসারে সা-স্বজা-সমস্তই মানিতে বাধ্য হইবেন । পঞ্চম সর্ত। কাবুল এবং কান্দাহারে সা-স্বজার আধিপত্য প্রতিষ্ঠিত হইলে, তিনি বৎসর বৎসর মহারাজ রণজিৎ সিংহকে নিম্নলিখিত দ্রব্যাদি প্রদান করিতে বাধ্য থাকিবেন —(১) মহারাজের অনুমোদিত বর্ণ বিশিষ্ট এবং মনোহর-গতি সম্পন্ন, ৫৫টি স্বজাত ঘোটক ; (২) ১১টি পারস্তদেশীয় "সিমিটার তরবারি ; (৩) “৭টি পারস্ত দেশীয় তীক্ষুধার অস্ত্র ; (৪) ২৫টি উৎকৃষ্ট অশ্বতর ; (৫) নানাবিধ উপাদেয় ফলমূল ; (৬) "সারদাস’ বা স্বস্বাদু সদগন্ধযুক্ত তরমুজ, প্রতি বৎসর, বৎসরের প্রথম হইতে সর্বদাই কাবুল নদীর পথে পেশোয়ারে পাঠাইতে হইবে ; (৭) আঙ্গুর, দাড়িম্ব, আপেল ফল, কিসমিস, বাদাম, দ্রাক্ষ, পেস্তা প্রভৃতি প্রচুর পরিমাণে ; (৮) নানা রঙ্গের সাটিন ; (১) লোমের চোগা ; (১০) স্বর্ণ এবং রৌপ্য খচিত কিংখাব ; (- ১) পারগু দেশীয় কাপেট ;–একুনে ১•১ দফার দ্রব্যাদি সা-স্বজা প্রতিবৎসর মহারাজকে পাঠাইতে বাধ্য থাকিবেন। যষ্ঠ সর্ত। প্রত্যেক পক্ষ পরস্পরকে সমভাবে তুল্য জ্ঞানে সম্বোধন করিবেন। সপ্তম সর্ত। আফগানিস্থানের যে সকল বণিক, লাহোর, অমৃতসর কিংবা মহারাজের অধিকৃত অন্য কোন স্থানে বাণিজ্য করিতে ইচ্ছা প্রকাশ করিবে, তাহাদিগকে কোনরূপে বাধা দেওয়া কিংবা উৎপীড়ন করা হইবে না ; অন্য পক্ষে, তাহাঁদের ব্যবসাবাণিজ্যের স্ববিধার পক্ষে, সর্বত্র আদেশ প্রচার করা হইবে । মহারাজের রাজ্য হইতেও যে সকল ব্যবসায়ী আফগানিস্থানে বাণিজ্য করিতে ইচ্ছা প্রকাশ করিবে, তাহীদের প্রতিও পূর্বোক্তরূপ সদ্বৰ্যবহার করা হয় কিনা, মহারাজ তাহা লক্ষ্য করবেন। অষ্টম সর্ত। সা-স্বজার সহিত মিত্রতা বন্ধনের পরিচয় স্বরূপ মহারাজও তাঁহাকে প্রতুিবৎসর নিম্নলিখিত দ্রব্যাদি পাঠাবেন -(১) ৫৫ খানি শাল ; (২) ২৫ খানি মছলিন ; (৩) ১১ খানি দোপাট্টা ; (৪) খানি কিংখাব ; (৫) ও খানি গলাবন্ধ ; (৬) ৫টি পাগড়া ; (৭) ৫৫ খানি গাড়ী বোঝাই ‘বারে' চাউল (এই চাউল পেশোয়ার প্রদেশের অত্যুত্তম সামগ্ৰী ) ।