পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* tSy ঢাকার ইতিহাস । s 25:1. ৪৫। শঃ পুত্রায় শাস্ত্যাগারাধিকৃত ত্রীরাম দেব শৰ্ম্মণে শ্ৰীমতা ভোজ ৪৬। বৰ্ম্মদেবেন পুণ্যে অহনি বিধিবদ্ধক পূর্বকং কৃত্বা ভগবস্তুং दाँठूएलरु छ ৪৭। ট্রাবক মুদ্ধিগু মাতা পিন্ত্রোরাত্মনশ্চ পুণ্য যশোভি বৃদ্ধয়ে আচন্দ্রার্কং ক্ষি ৪৮। তি সমকালং যাভূমি ছিদ্রনায়েন শ্ৰীবিষ্ণু চক্রমুদ্রয়া তাম্রশা ৪৯। সনীকৃত্য প্রদত্ত স্মাভি: ॥ ভণন্তি চাত্র ধৰ্ম্মামুশংসিন: শ্লোকাঃ ॥ ৫• স্বদত্তাম্পরদত্ত স্বা যে ছরেত বন্ধরাম সবিষ্ঠায়াং ক্লিমিস্তৃত্বা পিতৃভিঃ সহ প চ্যতে। ( ৫১) শ্ৰীমদ্রোজ দেব পাণীর সম্বৎ ৫ শ্রাবণ দিনে ১৯ নি অনুমছাক্ষনি। ও সিদ্ধি। স্বৰ্গবাণী দেবগণের মধ্যে অত্ৰিমুনি স্বস্তুর অপত্য ছিলেন। তাছার নয়ন হইতে তেজঃ সমুথিত হইয়াছিল, তাহা হইতে চন্দ্ৰম গুম্মগ্রহণ করেন। ( ১-২ ) তাঙ্গা (চন্দ্রমা) ইষ্টতে লেহিণেয় বুধ এবং বুধ হইতে ইলার পুত্র পুন্ধরব জন্ম গ্রহণ করিয়া কীৰ্ত্তি এবং উৰ্ব্বণী এবং বমুন্ধর কত্ত্বক স্বয়ংবৃত হইয়াছিলেন। ( 2–3)। সেই কুপ্রতিম ( পুকুরবা ) আয়ুর জন্মদান করিয়াছিলেন। রাজা আয়ু হইতে ভুপাল নহুষ জন্মগ্রহণ করিয়াছিলেন। নহুষ হইতে মহারাজ ধ্যাতি জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনিও যদুকে পুত্ররূপে প্রাপ্ত ৪ইয়াছিলেন। তাছা হইতে যে রঞ্জিবংশ খ্যাতিলাভ করিয়াছিল ওtহাতে বীরঐ এবং হরি বহুবার প্রত্যক্ষবৎ পরিদৃষ্ট হইয়াছিলেন। ৩-৫ এই বংশে, পূজা-পুরুষ, অংশাবতার, মহাভারতের স্বত্রধার গোপী শতকেণীকার ফ্রকুঞ্চ প্রাচুর্ভূত হইয় প্রথিবীর ভার উষ্কার করিয়াছিলেন । ৫-৭