পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমানরাজ্য । రి স্থিত হইয়। দেখিলেন রাজা জয়পাল সসৈন্যে তথায় আসিয়াছেন। উভয় সেনা ঐ স্থানে অবস্থিতি করিল এবং কয়েক বার, যুদ্ধ করিল, কিন্তু তাঁহাতে জয়া জয় ধাৰ্য্য হইল না । পরে একটা প্রচণ্ড বাত্য। উপস্থিত হইয়। অনেক হিমশিল পতিত হইল । হিন্তু সেনাগণের অতিশয় স্কিম সহ হইত না, তাহাতে শীতান্তিশয়প্রযুক্ত তাহারণ নিতান্ত কাতর হইলে, রাজা জয়পাল সন্ধি প্রার্থনা করিয়া, দণ্ডস্বরূপ কয়েক লক্ষ মুদ্র ও ৫০টা হস্তী দিতে স্বীকার করিলেন । পরে কতক টাকা নগদ দিয়া অবশিষ্ট টাকার প্রভিভূস্বরূপ কয়েক জন সন্ত্রান্ত লোককে সবর্গীর নিকট রাখিয় আপন rরামো অত্যাগমন করিলেন, তদনন্তর কার্পণ্য প্রযুক্ত হউক বা লজ্জ। ৰশতই হউক অঙ্গীকার পালন না করিয়া, সবক্তগী টাকা ও হস্তীর জন্য যে সকল লোক প্রেরণ করিয়াছিলেন তাঁহাদিগকে আটক করিয়া বলিলেন সৰক্তগী প্রক্তিভূগণকে প্রত্যপণ না করিলে তিনি তাহাদিগকে মুক্তি দেবেন না । ইতিমধ্যে রাজ জয়পাল দিল্লী, প্লাজমীর, কলিঞ্জর ও কান্যকুৰূজের রাজাদিগের নিকট পত্র লিখিলেন ভঁাহারা হিন্দুধৰ্ম্ম রক্ষার্থ প্তাহার সহায়তা করেন। সবক্তগী জয়পালের অভিপ্রায় জানিয়া পুনৰ্ব্বার 을