পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৌম-সাম্রাজ্য { २é } রোম গাম্রাজ্য


• ७ई गभरब डैशम्र cकदन २०००० नपाठिक श्लि, किड़ রোমকগণ সহযোগী ভূপতিগণের সাহায্যে ৭••••• সৈন্য সংগ্ৰহ করিতে পারিতেন । হানিৰ ল সসৈন্যে জাপুলিয়ার শস্তসমৃদ্ধ প্রদেশে গমন করির লুণ্ঠনাদি দ্বারা রোমের সহযোগি-রাজগণেঃ সৰ্ব্বনাশ করিতে লাগিলেন। তাহার ধারণা ছিল, এইরূপে উপদ্রুত হইয়া অনেকে তাহাকে রোমের বিরূদ্ধে সাহায্য করিবে । এই সময় ইমিলিয়াস পলাস এবং টেরেস্টিয়া ভারে কন্সল নিযুক্ত হইয়া সসৈন্যে আপুলিয়া প্রদেশে যাত্রা করিলেন। তাছাদের অনুপস্থিতিতে রোমকগণ আর একদল সৈন্যসংগ্ৰহ করিয়া কমিশিয়া সেঞ্চুরিস দ্বারা ফেবিয়াস্ মাক্সিমাসকে ডিক্টেটর নিযুক্ত করিলেন। কেৰিয়া কৌশলে হানিৰলকে পরাজিত করিতে মনস্থ করিলেন। হানিবল আপিনাইন পৰ্ব্বত অতিক্রম করিয়া কাম্পেনিয়ার সমতলভূমিস্থিত সমৃদ্ধ নগরাদি লুণ্ঠন এবং ধ্বংস করিতে লাগিলেন। তথাপি ফেবিয়াস সন্মুখ-যুদ্ধে বিলম্ব করিতে লাগিলেন। ফেৰিয়াস্ কাস্পেনিয়ার গিরিসঙ্কট অধিকার করিয়া মনে করিলেন, এই পাৰ্ব্বত্যপথে হানিবলকে বিনষ্ট করবেন । কিন্তু অদ্ভুতকৌশলে হানিবল এই বিপদ হইতে উত্তীর্ণ হইলেন। তিনি তংপূৰ্ব্বে কাম্পেনিয়া লুণ্ঠন করিয়া বহুসংখ্যক বৃষ ও গাভী অধিকার করিয়াছিলেন। রাত্রিকালে তিনি ২••• বৃষের শৃঙ্গে দুই দুইটা মশাল বাৰিয়া সেই মশালে অগ্নিপ্রদান করিয়া, স্বীয় সৈন্যগণকে বৃহিত রোমক-সৈন্যের অভিমুখে সেই বুষদিগকে তাড়াইতে কছিলেন। বুষগণ শৃঙ্গস্থ মশালালোকে তীত হইয়া চতুৰ্দ্দিকে ছুটতে লাগিল। রোমক-সৈন্য অসংখ্য প্ৰজলিত মশাল দর্শনে মনে করিল, হানিবল অতর্কিত নৈশ আক্রমণে তাহাদিগকে বিনষ্ট করিবে। তজ্জন্য তাহারা অবিলম্বে সজ্জিত হইয়া বুহিত গিরিসঙ্কট পরিত্যাগ করিয়া বিপরীত দিকে ধাবমান বৃক্ষগণের পশ্চাতে অগ্রসর হইল । হানিবলও সেই সুযোগে নিৰ্ব্বিরোধে গিরিসঙ্কট অতিক্রম করিয়া আপুলিয়ায় সমতলে পৌঁছিয়া শীতাবাসের জন্য জিরোনিয়াম্ নামক স্থানে শিবির সন্নিবেশ করিলেন। তিনি (২১৬ খৃঃ পূঃ) শীতকাল এই স্থানে অতিবাহিত করিয়া বসন্ত সমাগমে সময়সঙ্গা করিতে লাগিলেন, কিন্তু খাদ্যদ্রব্যের অভাবে তিনি এই স্থান হইতে ধারা করিয়া কানি নামক স্থানে রোমকসৈন্যের সন্মুখীন হইয়া শিবিরস্থাপন করিলেন। পূৰ্ব্বোক্ত রোমক কন্সলম্বর ৮•••• পদাতিক এবং ৬••• অশ্বারোহী লইয়া হানিবলের সন্মুখীন হইলেন। হানিবলের পদাতিক ৪•••• এর অধিক ছিল না, কিন্তু তাহার ৯০ • • • অশ্বারোহী সৈন্য সজ্জিত হুইল । অফিদিয়াস নদীর XVII -- --- - দক্ষিণতীরে বিস্তীর্ণ প্রাপ্তর যুদ্ধ সংঘটিত হইল। এই কানির যুদ্ধ ভুবনবিখ্যাত। হানিবলের অশ্বারোহী সৈন্য ভীমবিক্রমে যুদ্ধ করিতে লাগিল। রোমের বিশাল অর্মীকিনী একেবারে ধ্বংসপ্রাপ্ত হইল। রোমক-সৈন্য সম্পূর্ণরূপে পরাজিত হইল। e • • • • রোমসৈন্যের শোণিত-তরঙ্গে কানির সমরক্ষেত্র ভীষণ গৃপ্ত ধারণ করিল। ক সল এমিলিয়া, পূৰ্ব্বৰংসদের কন্সলম্বর এ ২ অশ্বারোহী সেনাধ্যক্ষ মিনিউশিয়াস, ৮০ জন সেনেটের সভ্য ও বহুসংখ্যক সেনাপতি এই যুদ্ধ পঞ্চম পাইলেন। অন্যতর কন্সল ভারে কতিপয় অশ্বারোহী সৈন্য লইয়া ভেঙুপিয়ায় আশ্রয় লইলেন। বহুসংখ্যক রোমক-সৈন্য বন্দী হুইল । হানিবল এই সময়ে ইচ্ছা করিলে অনায়াসেই রোম অধিকায় করিতে পারিতেন। কিন্তু তিনি তাহা করিলেন না । তজন্য অনেক ঐতিহাসিক তাহার নীতির মিলা করিয়াছেন । হানিবলের অধীনস্থ সেনানী মহৰ্ষল রোমে অগ্রসর হইবার কথা বলিলে, হানিবল বলিয়াছিলেন, “তুমি অখারোহী সৈন্য সংগ্রহ কর, আমরা ৫ দিনের মধ্যে কাপিটোলে বসিয়া ভোজন করিব।” কিন্তু নগর অবরোধে তাহার সৈন্যগণ অনভ্যস্ত থাকার তিনি তাহার আয়োজন করিতে লাগিলেন এবং আপুলিয়ায় বসিয়া রোমের সহযোগি-রাজাদিগের গতিবিধি পর্য্যালোচনা করিতে লাগিলেন। অবিলম্বে তাহার মনোরথ সিদ্ধ হইল। সামনাইটগণের অধিকাংশ আপুলিয়ান, লুকানিয়ান, এবং ব্ৰটিয়ানগণ কার্থেজের পক্ষ অবলম্বন করিল । ইতালীয় দক্ষিণভাগের অধিকাংশই রোমের বিরুদ্ধে কার্থেজের পক্ষাপ্রয় করিতে কৃতসঙ্কল্প হইল। লাটিন উপনিবেশগণ কেবল দৃঢ়ভাবে রোমের সহায়তা করিতে লাগিল । হানিবলও সহযোগী রাজাদিগকে রোমের হস্ত হইতে নিস্কৃতি পাইবার জন্ত সৈন্ত পাঠাইয়া সাহায্য করিতে লাগিলেন । হামিবল সামনিয়মৃ হইতে যাত্রা করিয়া কাম্পৈনিয়া পৌছিলেন এবং তথাকার প্রসিদ্ধ নগর কাপুয়া অধিকার করিলেন । নগরবাসগণ বিন বাক্যব্যয়ে নগরদ্বার উন্মোচন করিয়া তষ্ঠাকে অভিনন্দন কুরিল । এইস্থানে তিনি শীতকালের জন্য শিবির সন্নিবেশ করলেন। এই পৰ্য্যন্ত পিউনিক যুদ্ধের আদ্যকাল । এইকালে হানিবল সৰ্ব্বতোভাবে সাফল্য লাভ করিয়াছিলেম । বাণিজ্য-সমৃদ্ধি, বিলাসবৈভব, শিল্প-বিজ্ঞানের উন্নতি এবং সাধারণ ঐশ্বৰ্য্যে কাপুর নগরী সৰ্ব্বাংশে রোমেয় সমকক্ষ ছিল । রোমের আলঙ্কারিকগণ এবং বিখ্যাত ঐতিহাসিকগণ রহস্কচ্ছলে লিখিয়াছেন যে, বিলাস ৰত্যান্দোলিত মুখস্পর্শে হানিবগের সৈন্যগণ অনেকাংশে দৃঢ়তা ও উপ্তম হারাইয়া ছিল। যাহা হউক, पूषङ्ग १५ारुtन ২১৫-২•৭ খৃঃ পূঃ