পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৬৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বস্কল fiora) s 5fst stria ( Artocarpus) za viņi zigzą উৎকৃষ্ট মাছধরা জাল গ্রন্থত হইয়া থাকে। শিঙ্গাপুরের তালী তারাসের তত্ত্বতে এবং খামদেশের বৃক্ষত্ত্বকে টােন স্বতা Twine) বুন হয়। মলয়-প্রায়দ্বীপে এবং কেদা নামক স্থানে সেমঙ্গজাতি কর্তৃক বৃক্ষত্ত্বকৃতস্তু দ্বারা এক প্রকার বন্ধলবাস প্রস্তুত হইয়া থাকে। সিলেবিস্তু দ্বীপের ( কাইলি) বিভাগ বিশেষে একপ্রকার তুর্থ গাছের ( mulberry paper ) ছালে যে স্বত্র প্রস্তুত হয়, তাড়াও “বঙ্গলবাস” বলিয়া পরিগণিত। ১৮৫৭ খৃষ্টাব্দের মাঙ্গাজ প্রদর্শনীতে মিঃ জাফরি Eriodendron anfractuosum নামক বৃক্ষের ত্বক হইতে স্বত্র বাহির করিয়া তাহার দৃঢ়ত ও বস্ত্রবয়নোপযোগিতা সাধারণের নয়নগোচর করাইয়াছিলেন। বর্তমান সময়ে ছালট কাপড় নামে এক প্রকার রেশমী সুন্দর কাপড় প্রস্তুত হইতেছে, উহা সম্পূর্ণরূপে বৃক্ষজ তত্ত্ব হইতে উৎপন্ন। বেনারসসিল্ক নামে যে মোটা গাত্রবক্স চলিত আছে, তাহা Rhea fibr' হইতে প্রস্তুত,ইহাতে সিন্ধের চাদরের স্থায় পাতলা ও শীতকালোপযোগী মোটা গাত্রবস্ত্র এবং কোটপ্রভৃতি প্রস্তুত হইয়া থাকে। পরিধেয় ভিন্ন এই বন্ধল হইতে নানারূপ ঔষধ এবং চামড়া পরিষ্কার কবিবার জন্য এক প্রকার কস প্রস্তুত হইয়া থাকে। সিনৃকোন (Cinchona) বৃক্ষের ছালে কুইনাইনের স্থায় তিক্ত এবং তদ্‌গুণবিশিষ্ট ঔষধ প্রস্তুত হয়। বাকসছাল, নিমছাল, জামছাল,বকুলছাল প্রভৃতি এক একট রোগে বিশেষ উপকারী। আয়ুৰ্ব্বেদোক্ত ভৈষজ্যতত্ত্বে এতদ্ভিন্ন আরও অসংখ্য প্রকার গাছের ছালের রস ঔষধ বা অমুপানরূপে ব্যবহারের বিধি আছে। Oaks, Rhus, Eucalyptus 8 toni (Acacia Arabica) প্রভৃতি বৃক্ষশ্রেণীর ত্বকৃ চামড়া পরিস্কার করণের ( tanning ) facto $ototo Acacia leucophloea qi "To কিকত্ব নামক বৃক্ষেৰ ছাল আরক চোয়াই কার্যে প্রচুর ব্যবহৃত হয়। এই Acacia শ্রেণীভূক্ত অষ্ট্রেলিয়ার Wattle রক্ষসমূহের ছালও চামড়াপরিষ্কার কার্য্যে বহুলপরিমাণে ব্যবহৃত হইতেছে। একপ্রকার ওকৃগাছের ছাল ছিপি (Cork) রূপে বাজারে বিক্রীত হইতেছে । ভূৰ্জপত্র নামে যে আর এক প্রকার স্বল্প বৃক্ষত্র লাল দেখা যায়, তাছাও বন্ধল মধ্যে পরিগণিত। উহাতে পাপএহে অশুভদৃষ্টিীকরণার্থ স্তবকবচাদি লিখির অঙ্গে ধারণ করা হইয়া থাকে। প্রাচীন শাস্ত্রগ্রন্থাদিও এই ভূৰ্জপত্রে লিখিত হইত। এখন আর উহার বিশেষ গ্রচলন নাই। পাট, শণ প্রভৃতিও বন্ধলজ তত্তমধ্যে গণ্য হইতে পারে। XVII [ ৬৬৫ ] বলখ

বল্কলক্ষেত্র (পুং ) পবিত্র স্থানভেদ। ব্ৰহ্মাওপুরাণ ও অধ্যাঞ্চ রামায়ণের অন্তর্গত বহুলক্ষুেদ্ৰ মাহায়ো ইহার বিস্তৃত বিবরণ আছে। বন্ধলবৎ (ত্রি ) বন্ধল অস্ত্যৰ্থে মতুপ, মন্ত ৰং। বৰলবিশিষ্ট, বন্ধলধারী। বন্ধলসম্বিত (ত্রি ) বন্ধলাবৃত। বল্কল (স্ত্রী) বন্ধল-টাপ, । ১ শিখাৰন্ধা। ২ শুক্লপাষাণভেদ, শাদা পাথরকুচি। ( রাজনি• ) ও তেজোবলা, চলিত তেজোবল । বন্ধলিন (পুং) ১ খেতলোগ্ৰহ্ম। (বৈসুকনি- ) (ত্রি) ২ বন্ধলবিশিষ্ট, বস্তুলধারী। বল্বলোপ্র (পুং ) যন্ধপ্রধানো লোগ্রঃ। পাটক লোএ। বন্ধবৎ (পূ) বন্ধ: শত্ত্বোংস্ত্যন্তেতি বৰ-মতুপ, মন্ত য: | ১ মৎস্ত । (ত্রিকা- ) (ত্রি ) ২ বন্ধযুক্ত। বলক, মধ্যভারতের অন্তর্গত একটী ক্ষুদ্র হ্রদ। বলকান, কাম্পায় সাগরোপকূলের পূর্বদিক্ৰন্থ দুইটা গও শৈলমালা। সমুদ্রপৃষ্ঠ হইতে প্রায় ৩ হাজার ফিটু উচ্চ। অক্ষা" ৩৯ ৩° উঃ এবং দ্রাঘি• ৫৪" ৩• পূঃ। এখানে নানাপ্রকার খনিজ মণিরত্ন পাওয়া যায় । বল্কিল (পুং ) বন্ধোহস্তান্তীতি বন্ধ-ইতচ। কণ্টক। (শদরা ) বন্ধত (#) বৰল। ( শব্দচs ) বলখ, (বালং)আফগান তুর্কীস্থানের অন্তর্গত একটা স্বপ্রাচীন নগর। অক্ষা" ৩৬"৪৮ উত্তরে কাবুল রাজধানী হইতে ৩৫৭ মাইল উত্তরপশ্চিমে, কুন্দুজ হইতে ১২০ মাইল পশ্চিমে এবং হিরাট হইতে ৩৭০ মাইল উত্তরপূৰ্ব্বে অবস্থিত। এই জনপদের উত্তরপূর্বে বংগুনী, পূৰ্ব্বে কুন্দুজ, পশ্চিমে খোরাসান এবং দক্ষিণপশ্চিমাংশে হাজার ও মৈমুনার পর্বতমালা । রামায়ণাদি প্রাচীন সংস্কৃত গ্রন্থে বালীক নামে এই সুবিস্তৃত জনপদের উল্লেখ আছে । তৎকালে আর্য হিন্দুগণের সহিত বালীকবাসীদিগের যে ঘনিষ্ঠ সমৃদ্ধ ছিল, তাহা ভারতযুদ্ধ পাঠ করিলে বেশ বুঝা যায়। পরবর্তিকালে এই জনপদ হইতেই ভারতে শকাস্থ্যুদয় ঘটিয়াছিল। [ বালীক ও শকশব্দে বিস্তৃত বিবরণ দ্রষ্টব্য। ] এই জনপদের দক্ষিণপূৰ্ব্বাংশ শীতপ্রধান ও পৰ্ব্বতময় এবং উত্তরপশ্চিমাংশ বালুকপূর্ণ হওয়ার অপেক্ষাকৃত উষ্ণপ্রধান ও সমতল। এখানে গ্রীষ্মের সময় অত্যন্ত গরম বোধ হইয় থাকে। এখানে উজবেক, জাঙ্কগান, মোঙ্গল, তুর্ক ও তাজক জাতির बाज अrिह, किरू ८णांकनtषा अठिनब्र अझ । कठकखणि লোক ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামে শ্রেণীবদ্ধ হইয়া বাস করে, জাবার কতকগুলি লোক গৰাদি পশু একস্থান হইতে অস্তস্থানে চলাইয়া লইয়া