পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দনুজমর্দন দেব। ২৭৩ শ্রোত্রিয় ব্রাহ্মণের এদেশে আসিয়া কিরূপে বসতি স্থাপন করিয়াছিলেন এবং বিপ্লবপ্লাবিতদেশে কিরূপে সামাজিকগণের সর্ববিধ উন্নতির পথ পরিষ্কৃত করিয়া দিয়াছিলেন। ইহাদের দ্বারা সমাজ প্রতিষ্ঠিত হইবার প্রাক্কালে পাঠানের নানা সুত্রে এদেশে প্রবেশ করে এবং তাহদের সাময়িক অত্যাচারে ও নবশাসন প্রবর্তনে দেশমধ্যে তুমুল আন্দোলন উপস্থিত হইয়াছিল। খুলনায় পাঠান আসিবার পূৰ্ব্বেই চন্দ্রদ্বীপে একটি স্বাধীন হিন্দুরাজ্য সংস্থাপিত হওয়ায় খুলনার অধিকাংশ সে রাজ্যভুক্ত হইয়া পড়ে। দনুজমর্দন দেব সেই রাজ্যের প্রতিষ্ঠাতা। তৃতীয় পরিচ্ছেদ—দনুজমর্দন দেব। পাঠান-বিজয়ের প্রথম দুইশত বর্ষ বঙ্গদেশে কিরূপ অরাজকতায় অতিবাহিত হইয়াছিল, তাহা বর্ণিত হইয়াছে। তৎপরে রাজা গণেশ কিছুকালের জন্ত পাঠানদিগের হস্ত হইতে গৌড় রাজ্য কাড়িয়া লন। কয়েক বৎসর পরে গণেশের মৃত্যু হইলে (১৪১৪) রাজ্যমধ্যে পুনরায় একটা গণ্ডগোল উপস্থিত হয়। এই সময়ে দনুজমর্দন দেব চন্দ্রদ্বীপে আসিয়া এক রাজ্য সংস্থাপন করেন। শীঘ্রই খুলনার দক্ষিণপূৰ্ব্বাংশ সম্পূর্ণরূপে তাহার করায়ত্ত হইয় পড়ে। সুন্দর বনের মধ্যে দনুজমর্দনের যে রজতমুদ্র প্রাপ্ত হইয়াছি, উহাই এ বিষয়ের অন্যতম প্রমাণ । খুলনা জেলার দক্ষিণাংশে খোলপেটুয়া নদীর কূলে অবস্থিত বামুদেবপুর গ্রামনিবাসী শ্ৰীযুক্ত বাৰু জ্ঞানেন্দ্রনাথ রায় মহাশয়ের নিকট হইতে আমি উক্ত মুদ্রাটি প্রাপ্ত হইয়াছিলাম। * তথাকার একটি মুসলমান কবর খনন করিবার সময়ে এই প্রাচীন মুদ্রাট পাইয়া জ্ঞানেন্দ্র বাবুকে দিয়াছিল এবং তিনি দয়া করিয়া

  • वéभांन देठिशtनब्र छैशंकब्र१ म९अझ् अञ्च श्रांशादक राश्यांद्र शमद्ररुन अक्षtण अञ१ করিতে হইয়াছে । উহার মধ্যে একবার ১৯১১ অব্দে ২৬ শে ডিসেম্বর তারিখে জমির খোলপেটুয়ার কূলবৰ্ত্তী বিছটগ্রামে যাই, তথা হইতে নিকটবর্তী বাসুদেবপুরে গিয়া উক্ত মুদ্রাট প্রাপ্ত ংহয়ছিলাম। স্বনামধন্ত রায়সাহেব ঐযুক্ত নলিনীকান্ত রায় চৌধুরী এইবার জামার সহযাত্রী

ছিলেন। মুদ্রাটির জন্ত বাবু জ্ঞানেন্দ্রনাথ রায় বিশেষ ভাবে ধন্যবাদার্থ। vని(t