পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिउँौशू उtो । bూసి नैौडि पनि ईश्ब्रांध द्रौङि नेौऊि श्रेष्ठ उठ खै९ङ्कटे झग्न पत्रर्थवां ७ङएकदर्भब्र অধিকতর উপযুক্ত হয় তবে উহাও অক্ষুণ্ণ থাকিবে নচেৎ উছা অবগুই কতকটা পরিবর্তিত হইয়া যাইৰে । আমাদিগের পারিবারিক ব্যবস্থার মূল নিয়ম, পরিবারস্থ সকলের একত্রে মিলিয়া থাকা । উহারই অবগুস্তাবি ফল—অল্প বয়সে বিবাহ । আমাদিগের দেশ কৃষি-প্রধান, শিল্প-প্রধান এবং বাণিজ্য-প্রধান নয় । কৃষি প্রধান দেশ ভাল কি বাণিজ্য প্রধান দেশ ভাল যদিও তাহার বিচারের বিশেষ প্রয়োজন নাই, তথাপি ও বিষয়েও কয়েকটা কথা বলা নিতান্ত অপ্রাসঙ্গিক হইবে না। ইংলণ্ড, হলগু এবং বেলজিয়ম ভিন্ন পৃথিবীর অপর সকল দেশই কৃষি প্রধান। এক্ষণে, ইংলও বাণিজ্য প্রধান হইয়াও অপরাপর কৃষি-প্রধান দেশ অপেক্ষ প্রবলতর হইয়া আছে। কোন সময়ে হলগুও খুব প্রবল হইয়াছিল। কিন্তু এখন আর হলণ্ডের পূর্ব প্রাধান্তের কতটুকু অবশিষ্ট আছে ? জৰ্ম্মণের মনে করিতেছেন উহাকে একদিন গ্রাস করিয়া ফেলিবেন । বেলজিয়ম অতি ক্ষুদ্র বস্তু, কেবল অন্তান্ত ইউরোপীয়দিগের পরস্পর ঈর্ষ। বশতঃ একটা স্বতন্ত্র রাজ্য রূপে রহিয়াছে, ফ্রান্সের কবলীকৃত হয় নাই । ফলকথা, বাণিজ্য-প্রধান দেশগুলির বল কৃষি-প্রধান দেশের অপেক্ষ কখনই অধিক বলিয়া প্রতীত হয় নাই। প্রাচীন কাল হইতেও দেখ, ফিনিকীয়রা বাণিজ্যপ্রধান, কৃষিপ্রধান পারসিকদিগের আয়ত্ত হইয়াছিল ; বাণিজ্য-প্রধান কার্থেজ কৃষিপ্রধান রোম কর্তৃক পরাজিত হইয়াছিল ; এথেন্স কৃষিপ্রধান স্পাট । কর্তৃক ৰিজিত হইয়াছিল ; বাণিজ্যপ্রধান বেনিস কৃষিপ্রধান অষ্ট্ৰীয়ার শরণাপল্প এবং বাণিজ্যপ্রধান জেনোয় কৃষি-প্রধান ফুন্সের দাস ছিল । অতএৰ ৰাণিজ্যপ্রধান হইলেই যে কোনদেশ প্রবলতর এ কথা সত্য মহে। প্রত্যুত নেপোলিয়ান বোনপাট স্পষ্টাভিধানে বলিতেন যে, কৃষি-প্রধান দেশের বল অনেক পরিমাণেই অধিক এবং উহা বিশিষ্টরূপেই স্থায়ী ৰল । তিনি ফরাসিদিগকে কৃষিপ্রধান থাকিবার নিমিত্তই পুনঃ পুনঃ উপদেশ দিয়াছিলেন । বস্তুতঃ কোন দেশ কৃষিপ্রধান হইবে কি ৰাণিজ্যপ্রধান হইবে, ইহু। কাহার উপদেশ বা পরামর্শের স্থল নহে। যে দেশের যেরূপ অবস্থান এবং যেরূপ প্রকৃতি, সে দেশ তদনুযায়ী হইয়া কৃষিপ্রধান বা বাণিজ্যপ্রধান হুইজ উঠে। ফ্ৰান্স দেশ স্বতঃই কৃষিপ্রধান। উহাতে দ্রাক্ষার চাষ এত অধিক এবং উত্তম হয় যে >