পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$२४8 ) ऐाक बाञ्च श्ब्रां८छ् । श्रांयब्रॉ थाठा দেখিয়াছি । মোট ব্যয়, ৩২৩৫৬/১২ যাহা হউক, দিনকতক বড় হাঙ্গামা গেল। হরলাল, শ্রদ্ধাধিকারী, আসিয়া শ্ৰাদ্ধ করিল। দিনকতক মাছির ভনভনানিতে, তৈজসের ঝনঝনানিতে, কাঙ্গালির .কোলাহলে, নৈরায়িকের বিচারে, গ্রামে কান পাতা গেল না । সন্দেশ মিঠাইয়ের আমদানি, কাঙ্গালির আমদানি, টিকিয় নামাবলীর আমদানি, কুটুম্বের কুটুম্ব, তস্য কুটুম্ব তস্য কুটুম্বের আমদানি । ছেলে গুলা, মিহিদানা সীতাভোগ লইয়া ভাটা খেলাইতে আরম্ভ করিল,মাগী গুল। নারিকেল তৈল মহার্ঘ দেখিয়া, মাথার লুচিভাজা ঘি মাখিতে আরম্ভ করিল ; গুলির দোকান বন্ধ হইল, সব গুলিখোর ফলাহারে ; মদের দোকান বন্ধ হইল, সব মাতাল, টিকি রাখিয়া নামাবলী কিনিয়া, উপস্থিত পত্রে বিদায় লইতে গিয়াছে। চাল মহাৰ্থ হইল, কেন না কেবল অন্নব্যয় নয়, এত ময়দা খবচ, যে আর চালের গুড়িতে কুলান যায় না; এত ঘৃতের খরচ, যে রোগীরা আর কাষ্টর অয়েল পায় না ; গোয়ালার কাছে মেলি কিনিতে গেলে তাহারা বলিতে আরম্ভ করিল, আমার ঘোল টুকু ব্ৰাহ্ম(१ब्र यां★ौर्रुीएम मझे झ्झेब्र। न्निब्राह्छ । কোনমতে শ্রান্ধের গোল থামিল, শেষ धैरेन भज़ाद्र शअभ आबख श्हेण । खेहेन পড়িয়া, হরলাল দেখিলেন, উইলে বিস্তর ষ্টী—কোন গোল করিবার সম্ভাবনা কৃষ্ণকারে উইল २९७ নাই। হরলাল শ্রাদ্ধাস্তে স্বস্থানে গমন করিলেন । উইল পড়িয়া আসিয়া গোবিন্দলাল ভ্রমরকে বলিলেন, “ উইলের কথা শুনি: য়াছ ?” ज । कि ? গো । তোমার অৰ্দ্ধাংশ । ठाiभाद्र न! cडांभांज्ञ ? গো। এখন আমার তোমার একটু প্রভেদ হইয়াছে । আমার নয়, তোমার । ভ্র । তাহা হইলেই তোমার । গো । তোমার বিষয় আমি ভোগ করিব না । ভ্রমরের বড়ই কান্না আসিল, কিন্তু ভ্রমর অহঙ্কারের বশীভূত হইয়া রোদন সম্বরণ করির বলিল,“তবে কি করিবে ?” গো । যাহাতে দুই পয়সা উপার্জন করিয়া দিনপাত করিতে পারি, তাহাই করিব । ভ্র । সে কি ? গে! । দেশে দেশে ভ্রমণ করিয়া চাকরির চেষ্টা করিব । ভ। বিষয় আমার জ্যেষ্ঠ শ্বশুরের নহে, জামাব খণ্ডবের । তুমিই তাহার উত্তৰাধিকারী, আমি নহি । জ্যেঠার ट । न ! উইল করিবার কোন শক্তিই ছিল না। উইল অসিদ্ধ। আমার পিতা শ্রান্ধের সময়ে নিমন্ত্রণে আসিয়া এই কথা বুঝাষ্টয়া দিয়া গিয়াছেন । বিষয় তোমার, আমার নহে । গো । আমার জ্যেষ্ঠতাত মিথ্যাবাদী