বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুমিকা ৷ அண&அக দেশহিতৈর্ষি বিজ্ঞব্যক্তি মহাশয়দিগের প্রতি গ্রন্থ কারের বিনয়পুরঃসর এই নিবেদন যে সন্তানাদির স্বরণার্থে এদেশীয় পুরাবস্তু লিপিবদ্ধ না থাকাতে লুপ্ত প্রায় হইয়াছে এবং যেকোন বৃত্তান্তের মৌখিক শুবণ মাত্র আছে, তাহাতে স্থানেই এমত মিথ্য ও বৈপরীত্য হইয়াছে যে সত্য মিথ্যানিশ্চয় করা দুঃসাধ্য হয়, এবং অন্যান্য ভাষায় এ বিষয়ের যে সকল লিখিত আছে তাছাওশ্রেীমতে ও সম্পূন্তৰপে নাই, অতএব মার্সমান সাহেবঅনেকপরিশুমে ইংরাজি ভাষায় এদেশীয় ইতিহাস সংগ্ৰছ করিয়াছেন, কিন্তু অদ্যাপি অনেক লোক ইংরাজিভাষায় অজ্ঞ থাকাতে র্তাহাদের উপকরাখে আমি ঐ গ্রন্থ বাঙ্গালাভাষায় অনুবাদিত করিলাম, ইহাতে ভুমবশত বা অজ্ঞতাপ্রযুক্ত যদি কোনই স্থানে ত্রটি হইয়া থাকে তাহ বিজ্ঞমহাশয়ের অনুগ্রহ পূর্বকশোধন করবেন,এবং একসঙ্গের হানিপ্রযুক্ত সমুদয় ত্যাজ্য করবেন না, যেহেতুক হস্তপদাদি কোন অবয়বের হানি হইলে সমুদায় শরীর ত্যাজ্য হয়না ।