পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૬ বাহ্মনী সাম্ৰাজ্য হইতেছে, এমন সময় সম্রাট খবর পাইলেন যে, দিল্লীতেও একটা বিদ্রোহের অগ্নি জুলিয়া উঠিয়াছে। তখন তিনি আহমদউল্‌ মুদ্ৰ নামক সেনাধক্ষের অধীনে একদল সৈন্য রাখিয়, তাড়াতাড়ি রাজধানীতে ফিরিয়া গেলেন । এদিকে বিদ্রোহী জাফর র্যার দলে ওয়ারঙ্গলের তৈলিঙ্গী রাজার ১৫,০০০ অশ্বারোহী, এবং দৌলতাবাদ দুর্গ হইতে পাঁচ হাজার পত্তিক সৈন্য আসিয়া যোগ দিয়াছে ; উহার হাতে পূর্ব হইতেই আরও ২৪,০০০ অশ্বারোহী সৈন্ত মৌসু ছিল। সমস্ত दिशांशे झन धक्का श्रेश, लारूद्र थींद्र बगैरब थाश्या উলূ"ন্ধের বাদশাহী সৈন্যদলকে ভীম বিক্রমে আক্রমণ করিতে অগ্রসর হইল। বিরের নিকট উভয় পক্ষের তুমুল যুদ্ধ হইল। আহম-উল-মুস্থ পরাজিত ও নিহত হইলেন। সকল হিন্দু ও মুসলমান সামন্ত মিলিয়া জাফর থাকে ীেলতাবাদের সিংহাসনে স্বাধীন সম্রাট রূপে অভিষিক্ত করিলেন। জাফর খাঁ পূৰ্ব্বে দিল্লীর এক সম্ভ্রান্ত ব্রাহ্মণের ক্রীজ্ঞান ছিলেন। পরে তাহার প্রভুকে সেবায় তুষ্ট করিয়া তিনি মুক্তি লাভ করেন । বিদায়-কালে ব্রাহ্মণ উহাকে কিছু অর্থ পুরস্কার দেন এবং ভবিষ্যদ্বাণী করেন যে, তিনি নিশ্চয়ই রাঙ্ক হইবেন । ব্রাহ্মণের সে ভবিষ্যদ্বাণী অঞ্জ অক্ষরে অক্ষরে ফলিয়া গেল। জাফর র্থ, আলাউদ্ধিনু হাসানু অল ৰহমান নাম ধারণ করিয়া, বর্তমান নিজাম রাজ্যের অধিকাংশ ভূস্বাগ ও পশ্চিম মহারাষ্ট্রদেশের কতকাংশ ব্যাপিয়া বিস্কৃত সাম্রাজ্যের