পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্র १७ ভার ছিল তখন ব্রাহ্মণদের উপর। ইহাদিগকে কারুকু বলা হইত। ইহার হিন্দুরাজ্যের দাওয়ানের মত সকল কাৰ্য সম্পন্ন করিতে প্ৰভু ভক্ষ হইতে রাজদরবারে ওকালতি করিতেও যাইতেন। জুলারের দক্ষিণ হইতে পুরার দক্ষিণ-পূর্ব পর্যন্ত ইন্দাপুর ও বড়ুয়ার্ট জেলা সামন্ত গিরিমৌলিস্থানকে মাওয়াল বলিত ; এইস্থান মাগুরালী নামক এক পাৰ্ব্বতা মারাঠা জাতির সনাতন বাসভূমি। প্রায় সমস্ত মাওয়ালটাই শাহজীর এলাকাভুক্ত ছিল। ইহার হিন্দু ধ। মুসলমান কোন জায়গীরদায়েরই বেৰী দিন আঙ্গাৰীন হইয়া থাকিতে চাহিত না। কিন্তু দাদাজী ক্ষণদেও আপন জাবি ব্যবহারে মওয়াললিকে একত্রিম বন্ধু কমি। ফেলিলেন । মাওয়ালীদিগের মধ্য হইতে শিবাজীরও কয়েকজন প্রাণের বন্ধু জুটিয় গেল। তখন ব্রাহ্মণ ব্যতীত অন্য কোন শ্রেণী বড় একটা লেখা-পড়৷ শিখিত না। ৰচিৎ কোন ক্ষত্রিয় রঞ্জি বা প্রতিভাবা দেশমুখ একটু-আধটু লেখাপড়ার চর্চা করিতেন। জাঁজীবাঈ রাজবংশের মেয়ে, যৎসামাপ্ত কিছু লেখাপড়া শিবিয়ছিলেন। তিনি শিবাজীকে স্বামায়ণ, মহাভারত ও ভাগবত গীড়া সুর করিয়া পড়িয়া শুনাইতেন। কালকের স্মরণ-শক্তি অতিশয় তাঙ্ক ছিল । দুই একবার শুনিয়াই ঠাহায় বহু শ্লোক কণ্ঠস্থ হইয় গেল । দাদাঞ্জী ক্ষণদেরও অবসর পাইলেই তাঁহাকে অর্জুন, শ্ৰীকৃষ্ণ, ভীষ্ম, রাম, লক্ষণ, হনুমান প্রভৃতি পৌরাণিক চরিত্রের ব্যাখ্যা করিয়া দিতেন ।