পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ૨8છે বাণিজ্যালয় ও কুঠী প্রভৃতি স্থাপিত করিয়া ধীরে ধীরে আপনদিগের প্রভাব বিস্তার করিতে আরম্ভ করেন। তাহীদের ঐ সমস্ত কুঠী ও বাণিজ্যালয়ের মধ্যে ১৬২৪ খৃষ্টাব্দে আগরা ও পাটনার বাণিজ্যালয় ও ১৬২২ খৃষ্টাব্দে মছলীপত্তনে একটা কুঠা স্থাপিত হয়। কিছুকালের জন্ত তাহার কার্য্য স্থগিত থাকিলে ১৬৩২ খৃষ্টাব্দে পুনৰ্ব্বার তাহার কার্য্য আরম্ভ হয়। ১৬৩৯ খৃষ্টাব্দে "ফোর্টসেণ্ট জর্জ” বা মাত্রাজে কুঠী স্থাপিত হইয়৷ দক্ষিণাত্যুের পূর্বভাগে ইংরাজদিগের ক্ষমতা বহুমূল হয়। ১৬৬১ খৃষ্টাব্দে ইংলণ্ডাধিপ দ্বিতীয় চালসের পত্নী ক্যাথারাইন্‌ যৌতুকম্বরূপ পৰ্টুগালের নিকট হইতে বোম্বাই প্রাপ্ত হন। ১৬৬৫ খৃষ্টাব্দে উহা ইংলণ্ডের হস্তগত হয়। ১৬৬৮ খৃষ্টাব্দে চার্লস বাৎসরিক ১০ পাউণ্ড করে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর হস্তে বোম্বাই সমর্পণ করেন । তদবধি বোম্বাই ইংরাজদিগের একটা প্রধান বাণিজ্যস্থান হইয়া উঠে। ১৬৮৪ হইতে ৮৭ খৃষ্টাব্দের মধ্যে সুরাট হইতে বোম্বাই নগরে ইংরাজদিগের কাৰ্য্যালয় সমস্ত স্থানান্তরিত হইয়া বোম্বাইকে দক্ষিণাত্যের পশ্চিম পার্শ্বে ইংরাজদিগের সর্বপ্রধান বাণিজ্যস্থান করিয়া তুলে । মান্দ্রাজ ও বোম্বাই স্থাপিত হওয়ার পূৰ্ব্বেই ইরাজের বাঙ্গালায় বাণিজ্য বিস্তার ও কুণ্ঠী স্থাপনের আদেশ প্রাপ্ত হইয়াছিলেন । আমরা নিয়ে সে বিষয়ের উল্লেখ করিব। যদিও ইংরাজদিগের পূৰ্ব্বে ওলন্দাজগণ প্রাচ্য দেশে উপস্থিত হইয় ছিলেন, তথাপি ১৬০৯ খৃষ্টাৰে ইংরাজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী গঠিত হওয়ার পর ১৬০২ খৃষ্টাব্দে প্রথম ওলন্দাজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী গঠিত হইয়াছিল। তাহার পর ১৬০৪ খৃষ্টাব্দে প্রথম