বিষয়বস্তুতে চলুন

পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। రిన এইৰূপে এতদ্দেশে কলিকাতাঅবধি আগ্রাপর্য্যন্ত ৮০০ মাইল পথ প্রস্তুত হইয়া পরে বম্বেপৰ্য্যন্ত ১৫০০ মাইল শলাকা বিস্তার করিয়া বাৰ্ত্তাবহু কাৰ্য্য হইতেছে। ৯০ । ১৮ পরিচ্ছেদে প্রকাশ করিয়াছি যে কোন পিছ্যন্ময় দ্রব্যের অন্য দ্রব্যের সহিত স্পর্শ হইলে তদীয় বিদ্যুতীয় প্রভা ঐ স্পৃষ্ট দ্রব্যেতে প্রবিষ্ট হইয়া প্রথম বস্তু বিদ্যুৎবিহীন হইয়। থাকে, এতাবত যে তার দিয়া বিদ্যুৎ সঞ্চালিত হইয় থাকে সেই তার স্থানেই খুঁটির উপর পৃষ্ট থাকে, তাহাতেঐ তারহইতে স্পর্শ দোষে বিদ্যুৎ খুঁটি দিয়৷ পৃথিবীতে প্রবিষ্ট হইতে পারে কিন্তু এইৰূপে বিদ্যুতের সংহরণ হইলে বাৰ্ত্তাবহনের কার্য্য সদা নিস্ফল হইতে পারে । এই প্রত্যবায় পরিভারের নিমিত্তে বিছুজিজ্ঞ পণ্ডিতেরা নান উপায় করিয়াছেন । ৯১ । আমরা ১১ পরিচ্ছেদে যে বিদ্যুৎ গমন বাধক দ্রব্যের বিষয় লিখিয়াছি,তদনুসারে কোনুহ বিদ্যুৎ যন্ত্ৰ নিৰ্ম্মাতার খুঁটার উপর যে স্থানে তার থাকে সেই স্থানে কঁাচ নিৰ্ম্মিত কঁপা বৰ্ত্তলাকার