বিষয়বস্তুতে চলুন

পাতা:অচিহ্নিত কার্য্যকারকেরদের ছুটীর ও পেনস্যনের বিধি.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১ ] যাইবার ছুটী হয়, তৰে সেই সর্টিফিকট ও পীড়ার বর্ণনাপত্র মেডিকাল বোর্ডের সাহেবেরদের বিবেচনার জন্যে ও সহী করিবার নিমিত্তে পরে অর্পণ করা যাইবেক — ছুটীর বিধির ৪ ধারাও-বাঙ্গ, গেজ, ১৮৫৬ সাল ২৩৭ পৃষ্ঠ। ১২ । ঐ সর্টিফিকট লিখিবর পীঠ এই । “অমুক স্থানে কি স্থানের চিকিৎসক আমি অমুক, এই পত্রদ্বারা জ্ঞাত করিতেছি যে, অমুক (এই স্থলে কার্য্যকার্যকর পদের খ্যাতি লিখিতে হইবেক) অসুস্থ অবস্থায় আছেন, আর র্তাহার সুস্থ হইবার নিমিত্তে স্থানান্তরের বায়ু সেবন নিতান্ত অবশ্যক, এই কথা আমি আপন বুদ্ধিসাধ্যমতে ধর্ম্মতঃ ও সরলতাপূর্বক কহিতেছি। আর তাহার পীড়ার ভাব বিবেচনায় তাহার এত কালপর্যন্ত ছুটী পাওয়া নিতান্ত আবশ্যক (কি অত্যন্ত ইষ্ট”)। সুপরিষ্টেণ্ডিং চিকিৎসক সাহেব ও মেডিকাল বোর্ডের সাহেবের সর্টিফিকটে আড়সহী করিলে এই পাঠে লিখিবেন :– আমি কি আমর) এতদ্বারা জ্ঞাত করিতেছি যে, অমুকের পীড়িত অবস্থ, মনোযোগপূর্ব্বৰ বিবেচনা করিয়া, অণমর (কি আমারদের) বিদ্যাসম্পৰ্কীয় বুদ্ধি সাধ্যমতে, (আমি কি আমর) এইরূপ বোধ করি যে, অমুকের পীড়া থাকা প্রযুক্ত র্তাহার সুস্থ হইবার জন্যে এত কালপর্যন্ত ছুটা পাওয়া নিতান্ত আবশ্যক (অথবা অত্যন্ত ইষ্ট) –ছুটীর বিধির ৪ ধার। —ঐ ঐ ২৩৮ পৃষ্ঠা। ১৩। যদি স্কুটা বৃদ্ধি হইবার প্রার্থনা হয়, তবে দরখাস্ত