পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । জানিলা। তুমি আমা সৰ্ব্বকাল হৃদয়ে বান্ধিলা । আমার গায়ন তুমি থাক আমার সঙ্গে। পরিহাস পাত্র সঙ্গে আমি কৈল রঙ্গে ৷ সত্য যদি তুমি কোটি অপরাধকর। সে সকল মিথ্যা তুমি মোর প্রিয় দৃঢ় ভক্তিময় তোমার শরীর মোর দাস। তে৷ মার জিহ্বায় মোর নিরস্তর বাস ॥ প্রভুর আশ্বাস শুনি কান্দয়ে মুকুন্দ। ধিক্কার করিয়া বলে আপনারে মন্দ। ভক্তি নামানিমু মুঞি এই ছার মুখে। দেখিলেই ভক্তি শূন্য কি পাইব সুখে ॥ বিশ্বৰূপ তোমার দেখিল দুৰ্য্যোধন। যাহা দেখি বারে বেদে করে অন্বেষণ ॥ দেখিয়াও সবংশে মরিল দুর্য্যোধন। নাপাইল সুখ ভক্তি শূন্যের কারণ। হেন ভক্তি নামানিল আমি ছার মুখে। দেখিলে কি হৈব আর মোর প্রেম সুখে । যখনে চলিলা তুমি রুক্সিনী হরণে। দেখিল নরেন্দ্র তোম। গরুড বাহনে ॥ মহা অভিষেক রাজ রাজেশ্বর নাম । দেখিল নরেন্দ্র তোমা মহ। জ্যোতিরধাম ॥ ব্রহ্মাদি দেখিতে যাহা করে অভিলাষ । বিদর্ভ নগরে তাহা করি ল প্রকাশ ॥ তাহ দেখি মরে সব নরেন্দ্রেরগণ । না পাইল মুখ ভক্তি শূন্যের কার ৭ সৰ্ব্ব যজ্ঞ ময় ৰূপ কারুণ্য শূকর। আবির্ভাব হৈলা তুমি জলের ভিতর ॥ অনন্ত পৃথিবী লাগি আছয়ে দশমে। যে প্রকাশ দেখিতে বেদের অন্বেষণে ॥ দেখি লেক হিরণ্য অপুৰ্ব্ব দরশন। নাপাইল সুখ ভক্তি শূন্যের কারণ । আর মহা প্ৰ কাশ দেখিল তার ভাই। মহা গোপ্য হৃদয়েতে কমলার ঠাঞি ৷ অপূৰ্ব্ব নৃসিংহ ৰূপ কহে ত্রিভুবনে । তাহা দেখি মরে ভক্তি শূন্যের কারণে ॥ হেন ভক্তি মোর ছার মুখে না মানিল। এবড় অদ্ভুত মুখ খসিনা পড়িল কুঞ্জ যজ্ঞ পত্নী পুর নারী মালাকার । কোথায় দেখিল তার প্রকাশ তোমার ॥ ভক্তি যোগে তোমারে পাইল সেই সব । সেইখানে মরে কংস দেখি অনুভব ॥ হেন ভক্তি মোর চার মুখে না মানিল। এইবড় রূপ তোর তথাপি রহিল ৷ যে ভক্তি প্রভাবে শ্রীঅনন্ত মহাবলি। অনন্ত ব্ৰহ্মাণ্ড ধরে হই কুতুহলী ॥ সহস্র ফণায় এক ফণে বিন্দ যেন। যশে মত্ত প্রভু নাহি জানে আছে হেন। নিরাশ্রয়ে পালন করেন সভাকার। ভক্তি যোগ প্রভাবে এসব অধিকার । হেন ভক্তি নামানিনু মুঞি পাপ মতি। অশেষ জন্মেও মোর নাহি ভালগতি ॥ ভক্তি যোগে গৌরীপতি হইল। শঙ্কর ৷ ভক্তি যোগে হইল নারদ মুনিবর। বেদধৰ্ম্ম যোগে নানা শাস্ত্র করি ব্যাস। তিলদ্ধেক চিত্তে নাহি বাসয়ে প্রকাশ ॥ মহা গোপ্য ভক্তি যোগ বলিলা সংক্ষেপে সবে এই অপরাধ চিত্তের বিক্ষেপে I নারদের বাক্যে ভক্তি বরিলা বিস্তার ৷ তবে মনে দুঃখ গেল তারিলা সংসার ৷ কীট হই নামানিমু মুঞি হেন ভক্তি । অবতার দে পিবারে কোন মোর শক্তি ৷ বাহু তুলি কান্দয়ে মুকুন্দ মহাদাস । চলিব শরীর যেন হেন বহে শ্বাস ॥ সহজে একান্ত ভক্তি কি কহিব সীমা । চৈতন্য প্রিয়ের ম৷ ঝে যাহার গণণা। মুকুন্দের খেদ দেখি প্রভু বিশ্বস্তুর। লজ্জিত হইয়া কিছু করেন